Home National বইছে হাওয়া, মেঘলা আকাশ, এই জেলাগুলিতে ভারি বৃষ্টির পূর্বাভাস

বইছে হাওয়া, মেঘলা আকাশ, এই জেলাগুলিতে ভারি বৃষ্টির পূর্বাভাস

by Shreya Maji
68 views

মহানগর ডেস্ক:  বুধবারের মতই আবহাওয়া বৃহস্পতিবার। তেমন খুব একটা বদল নেই। ঘূর্ণাবর্তের জেরে দুইবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। কনকনে ঠাণ্ডা ভাবটা  না থাক্লেও বেশ ভালই ঠাণ্ডা রয়েছে এখনও।  মেঘলা আকাশ কেটে গেলে আবারও কি ফিরবে ঠাণ্ডা জেনে নিন কি বলছে হাওয়া অফিস।

মেঘলা আকাশের জন্য রাজ্যো তাপমাত্রা বেড়েছে  এমনটা কিন্তু নয়। এই রকম ঠাণ্ডা থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মেঘলা আকাশের সঙ্গেই রয়েছে কুয়াশার দাপট। আবহাওয়া দফতর জানিয়েছে  দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও নদীয়া জেলায় বৃষ্টির বেশি সম্ভাবনা বেশী রয়েছে। দারজিলিং-এ তুষারপাত হতে পারে। আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।  মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টি হতে পারে।

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২০.৩ ডিগ্রি সেলসিয়াস।  যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি কম। সর্বনিম্ন  তাপমাত্রা থাকতে পারে ১৬.৩ ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ ও সর্বনিম্ন ৭১। গতকাল সকাল সাড়ে ৮টা থেকে আজ সকাল সাড়ে ৮টা পর্যন্ত কোনও বৃষ্টি হয়নি।

You may also like