Home Bengal এবারের লোকসভায় কার ঝুলিতে কত? হিসেব কষলেন কুণাল

এবারের লোকসভায় কার ঝুলিতে কত? হিসেব কষলেন কুণাল

রবিবাসরীয় পোস্ট সেরেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

by Pallabi Sanyal
138 views

মহানগর ডেস্ক : ‘আব কি বার ৩৫ বার’, বাংলায় বিজেপিকে টার্গট বেঁধে দিয়েছেন দিল্লির নেতারা। কিন্তু অন্যকথা বলছে কুণালের হিসেব। লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। ২৪ মার্চের পরিস্থিতির প্রেক্ষিতে, কার ঝুলিতে কটা আসন জুটবে সেই ছক কষে রবিবাসরীয় পোস্ট সেরেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এক্সে গোটা হিসেব তুলে ধরেছেন তিনি।

কুণালের হিসেবে মমতা বন্দ্যোপধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল পাবে বাংলায় ৩০-৩৫টি আসন। ভোটের পরিমাণ বাড়বে গড়ে ৫৮ থেকে ৬২ শতাংশ। এটা গেল নিজেদের হিসেব। বিরোধী বিজেপির ক্ষেত্রে কুণালের প্রেডিকশন, বিজেপির প্রাপ্ত ভোটের পরিমাণ হবে কম বেশি ৩০-৩২ শতাংশ। ৫ থেকে ১১টির মধ্যে আসন পাবে। অন্যদিকে, বাম-কংগ্রেসকে শূন্যেই রেখেছেন কুণাল।

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হতেই কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলির প্রর্থীরা। প্রচারে যেমন থাকছে চমক, তেমন রয়েছে আক্রমণ আর পাল্টা আক্রমণও। বিজেপি বারবার দাবি করে এসেছে, তারা ৩৫টি সিট পাবে। রবিবার সকালে সেই হিসেব উল্টে দিয়ে নতুন হিসেব খাঁড়া করলেন তৃণমূল নেতা।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved