Home National চলবে লাইন মেরামতির কাজ, এই ডিভিশনে দীর্ঘদিন বাতিল থাকবে বেশকিছু ট্রেন

চলবে লাইন মেরামতির কাজ, এই ডিভিশনে দীর্ঘদিন বাতিল থাকবে বেশকিছু ট্রেন

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক : সমস্যার মুখে পড়তে চলেছেন রেলযাত্রীরা। লাইনে কাজ হওয়ার জন্য  চক্রধরপুর ডিভিশনে আগামী সপ্তাহ থেকে বাতিল থাকবে একাধিক ট্রেন। মোট ৬৬টি ট্রেন বাতিল থাকবে। তাই ট্রেনে করে বাইরে কোথাও সফর করার আগে এক নজরে দেখে নিন কোথায় কোন লাইনে কাজ হওয়ার জন্য ট্রেন বাতিল করা হয়েছে।

রেল সূত্রে জানা গিয়েছে,

  • ১৮৪৫২ পুরী-এইচটিই এক্সপ্রেস বাতিল থাকবে (১১-১ ৪অক্টোবর)।
  • ১২৮৭০ হাওড়া-সিএসএমটি ১২৮৭০ বন্ধ থাকবে (২৯ সেপ্টেম্বর-১৩ অক্টোবর )।
  • ১৮৪৫১এইচটিই-পুরী এক্সপ্রেস বাতিল থাকবে(১১-১ ৪অক্টোবর )।
  • ১৩৪২৬ এটি-মালদহ এক্সপ্রেস বন্ধ থাকবে (২-১৬ অক্টোবর)।
  • ২২৮৪৫ পুনে-এইচটিই এক্সপ্রেস বাতিল থাকবে (৮-১ ১অক্টোবর)।

লাইন সিগন্যালিং ও মেরামতির কাজের জন্যএকাধিক দূরপাল্লা ও লোকাল ট্রেন চলাচল স্থগিত রাখা হয়েছে।পুরুলিয়া, আদ্রা, খড়্গপুর, টাটা, পুরী গামি ট্রেন বন্ধ থাকবে। কিছু ক্ষেত্রে এদের যাত্রাপথের পরিবর্তন করা হবে এমনটাই জানা গিয়েছে দক্ষিণ- পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে। নিত্যযাত্রীরা চরম দুর্ভোগে পড়তে পারে। লাইনে স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা চালু করার জন্য নন ইন্টারলকিং এর কাজ হচ্ছে। সেই কাজের জন্য বহু লোকাল এবং দূরপাল্লার ট্রেন বাতিল থাকবে বলে জানা গিয়েছে রেল সুত্রে। দূরপাল্লা ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে। ট্রেনগুলোকে ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মব্যস্ত দিনে ট্রেন বাতিল থাকায় স্বাভাবিকভাবেই এক্ষেত্রে নিত্যদিনের যাত্রীদের দুর্ভোগ বাড়ার আশঙ্কা.

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved