মহানগর ডেস্ক: চোখে না দেখলে বিশ্বাস করা শক্ত। গুজরাতের জুনাগড়ে আরব সাগরের তীরে দাঁড়িয়ে কেশর ফোলানো বিশাল সিংহ (Lion Standing On Arabian Sea Shore)। যে দৃশ্য দেখে আঁতকে ওঠা ছাড়া অন্য কোনও রাস্তা নেই। ভাইরাল হওয়া তারিখহীন ভিডিওটিতে দেখা গিয়েছে আরব সাগরের তীরে রাজকীয়ভাবে সিংহটি দাঁড়িয়ে আছে। যেন সমুদ্রের ঢেউ সে উপভোগ করছে।
জুনাগড়ের চিফ কনজার্ভেটর ভিডিওটি শেয়ার করেছেন। এক্সে লিখেছেন ভাদ্রোয়া পুনম টহলদারির সময় সিংহটিকে আরব সাগরতীরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার সম্মোহনী ছবিটি শেয়ার করে লেখেন যখন কাল্পনিক জগতকে একেবারে সত্যি হিসেবে দেখা যায়। এক পশুর রাজা গুজরাতের সমুদ্র উপকূলে সমুদ্রের ঢেউয়ের আসা যাওয়া উপভোগ করছে। আরেকটি পোস্টে তিনি এশিয়ার সিংহ নিয়ে একটি গবেষণাপত্র শেয়ার করে লিখেছেন আগ্রহীরা গবেষণাপত্রটি পড়ে দেখতে পারেন। গির অরণ্যে দেখতে পাওয়া সিংহদের এখন গুজরাতের সমুদ্র উপকূলে দেখা যাচ্ছে। তাদের সংখ্যাটা দিনদিন বাড়ছে।
সমীক্ষায় জানানো হয়েছে তাদের বৃত্ত জুড়ে ছড়িয়ে থাকা সিংহেরা তাদের বাসস্থানের আয়তন অনেক বাড়িয়ে নিয়েছে। একেবারে আলাদা থাকা সিংহরা দলছুট হয়ে সমুদ্র উপকূলে আশ্রয় নিয়েছে। নব্বইয়ের মাঝামাঝি সূত্রপদের উপকূলে সিংহকূলকে প্রথম দেখা গিয়েছিল। তারপর থেকে সিংহদের উপস্থিতি গুজরাতের চারটি জেলার সমুদ্র উপকূলে দেখতে পাওয়া যায়। ছবিটি দেখার পর রীতিমতো উচ্ছ্বাসে ফেটে পড়ে নেটনাগরিকরা। পশুপ্রেমিকদের নানা কমেন্ট শুরু হয়। সমুদ্র তীরে দাঁড়িয়ে থাকা পশুরাজের ছবি বিপুল প্রতিক্রিয়ার সৃষ্টি করে।
Ani