Home National কবে হবে রামমন্দির উদ্বোধন ও লোকসভা ভোট , মিলল বড় ইঙ্গিত  

কবে হবে রামমন্দির উদ্বোধন ও লোকসভা ভোট , মিলল বড় ইঙ্গিত  

by Shreya Maji
2 views

মহানগর ডেস্ক: নয়াদিল্লিতে বসেছে  G20 সম্মেলনের আসর। সেখানে উপস্থিত রয়েছেন বিশ্বের সমস্ত প্রথম সারির নেতারা । এই বৈঠকের মধ্যেই  জানা গিয়েছে কবে উদ্বোধন হতে চলেছে রামমন্দির।রামমন্দির উদ্বোধন নিয়ে চর্চার শেষ নেই। আগামী বছরে উদ্বোধন হওয়ার কথা সেই সঙ্গেই ওই বছরেই রয়েছে লোকসভা নির্বাচন। তাই দুই ঘটনা নিয়ে দেশের মানুষের আগ্রহের শেষ নেই।

 আগামী ২১ থেকে ২৪ শে জানুয়ারির মধ্যে শুভ দিন দেখে রামমন্দির উদ্বোধন করা হবে বলে সূত্র থেকে জানতে পারা গিয়েছে। আগামী জানুয়ারি মাসেই রামমন্দির উদ্বোধন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ দিল্লিতে G20 রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠকের সময় নমো এই কথা জানিয়েছেন বলেই সূত্র থেকে জানা গিয়েছে। এই বৈঠকের  সঙ্গে সঙ্গে রাম জন্মভূমির তীর্থ ক্ষেত্রের ট্রাস্টের কর্তারা রামমন্দির উদ্বোধনের দিনক্ষণ প্রস্তুত করার জন্য আজ অযোধ্যায় তারাও বৈঠকে বসেন বলেও খবর মিলেছে।

সূত্র থেকে জানা গিয়েছে যে মন্দির উদ্বোধনের দিন মোদীকে আমন্ত্রণ জানানো হবে।১৪ ই জানুয়ারি থেকে প্রাণ প্রতিষ্ঠার কাজ শুরু হবে বলে জানা গিয়েছে।সূত্র থেকে জানা গিয়েছে যে ২২শে জানুয়ারির দিন চূড়ান্ত দিন ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে। এই উদ্বোধনের পরই নাকি লোকসভা ভোটের চূড়ান্ত দিন ঘোষণা হবে বলে জানা গিয়েছে।  রামমন্দির উদ্বোধন প্রসঙ্গে বিজেপি দলের অন্যতম লক্ষ্য মানুষের মনে উন্মাদনা জাগিয়ে তোলা। তবে এই মন্দির উদ্বোধনের পর লোকের সেই উন্মাদনা থাকবে কিনা তাই আসল দেখার বিষয়।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved