মহানগর ডেস্ক: ফের সাপের কারণে আতঙ্ক ছড়ালো এক্সপ্রেস ট্রেনে।একটি সাপ দেখা গেল মগধ এক্সপ্রেস ট্রেনে।এক্সপ্রেস এর মধ্যে সাপটিকে ঘোরাফেরা করতে দেখা গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে। যাত্রীসূত্রে জানা গিয়েছে, এক্সপ্রেস ট্রেনের একটি এসি বগির ভিতর সাপটিকে দেখা গিয়েছে। তবে সাপটি কোনও যাত্রীকে আহত করেনি।
এরপর ট্রেনে থাকা যাত্রীগণ উদ্ধার কার্য চালানোর উদ্দেশ্যে, উত্তর প্রদেশের ইটাওয়া রেলওয়ে স্টেশনে ট্রেন আসার জন্য অপেক্ষারত বন বিভাগের একটি দলকে খবর দিয়েছিল।
সাপটিকে ট্রেন থেকে উদ্ধার করার জন্য ট্রেনটিকে প্রায় ১৫ মিনিটের জন্য স্টেশনে থামানো হয়েছিল। তবে যাত্রী সূত্রে খবর, বন বিভাগ দলটি সাপটির কোনও সন্ধান পায়নি। সূত্রের খবর অনুযায়ী, এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে ১৫ মিনিট দাঁড়ানোর পরও সাপটির সন্ধান না পাওয়ায়, সংশ্লিষ্ট এসি কোচটি পরে ট্রেন থেকে বিচ্ছিন্ন করা হয়।পরবর্তীতে এক্সপ্রেস ট্রেনটি যাত্রীদের নিয়ে নয়া দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়।