মহানগর ডেস্ক: লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে চরম উত্তেজনা। হাতেগুনে আর মাস দু’য়েক হয়ত বাকি ৷ আজ, বুধবার রাজ্যসভায় বক্তৃতা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা সুরেই’ কংগ্রেসকে কটাক্ষ করলেন মোদী৷ বললেন, ‘প্রার্থনা করব..যাতে ৪০টা আসন অন্তত বাঁচাতে পারেন!’
এদিন প্রধানমন্ত্রী রাজ্যসভায় পৌঁছতেই চতুর্দিক থেকে ‘জয় শ্রী রাম’ শ্লোগান তুলতে শুরু করেন বিজেপি সাংসদেরা৷ তবে, এদিনের বক্তৃতার শুরু থেকেই মোদির নিশানায় ছিল খাড়্গে-রাহুল-সনিয়ার কংগ্রেস ৷ এদিন প্রবীণ কংগ্রেস নেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বক্তৃতা নিয়ে তীব্র কটাক্ষ করেন মোদি৷ রীতিমতো অবজ্ঞার সুরে মোদিকে বলতে শোনা যায়, ‘‘ওই দিন মল্লিকার্জুন খাড়্গে জি’র বক্তব্য শুনছিলাম৷ খুব ভাল লাগছিল৷ রাজ্যসভায় বিনোদনের অভাব রয়েছে৷ ওঁর কথা শুনে আনন্দ পেয়েছিলাম৷’’এ রপরেই কংগ্রেসকে এক হাত নিতে গিয়ে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ‘ধার’ করতে দেখা যায় মোদীকে৷ প্রধানমন্ত্রী বলেন, ‘‘পশ্চিমবঙ্গ থেকে চ্যালেঞ্জ এসেছে..যে কংগ্রেস ৪০টি আসনও জিততে পারবে না…’’ মোদি কথাটি শুরু করার সাথে সাথেই ডেস্কে আওয়াজের ঝড় তুলতে শুরু করেন বিজেপি সাংসদেরা৷ মোদির ঠোঁটে খেলে যায় হাল্কা হাসি..নিজের কথা শেষ করতে করতে তিনি বলেন, ‘‘আমি প্রার্থনা করব, যাতে আপনারা (কংগ্রেস) অন্তত ৪০টি আসন জিততে পারেন৷ ’’
এদিন ভারতের অর্থনীতির প্রশ্নে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং রাজীব গান্ধির জমানার প্রসঙ্গও নিয়েও কথা তোলেন মোদি৷ বলেন, ‘‘কংগ্রেসের ধ্যানধারণা সব পুরনো হয়ে গেছে৷ ’’ এমনকি, বি আর অম্বেদকর না থাকলে কংগ্রেস পিছিয়ে থাকা সম্প্রদায়ের সংরক্ষণের পথেও হাঁটত না বলে দাবি করেন মোদী৷ প্রসঙ্গত, এই মুহূর্তে ইন্ডিয়ার জোটসঙ্গী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কটা খুব একটা ভাল নেই কংগ্রেসের৷ পশ্চিমবঙ্গে আসন সমঝোতা প্রশ্নে প্রকাশ্যেই কংগ্রেসের বিরুদ্ধে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷