Home National “বঙ্গ থেকে চ্যালেঞ্জ এসেছে  কংগ্রেস ৪০টি আসনও জিতবে না, প্রার্থনা করি…” কটাক্ষ প্রধানমন্ত্রী মোদীর  

“বঙ্গ থেকে চ্যালেঞ্জ এসেছে  কংগ্রেস ৪০টি আসনও জিতবে না, প্রার্থনা করি…” কটাক্ষ প্রধানমন্ত্রী মোদীর  

by Mahanagar Desk
32 views

মহানগর ডেস্ক:   লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে চরম উত্তেজনা। হাতেগুনে আর মাস দু’য়েক হয়ত বাকি ৷ আজ, বুধবার রাজ্যসভায় বক্তৃতা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা সুরেই’ কংগ্রেসকে কটাক্ষ করলেন মোদী৷ বললেন, ‘প্রার্থনা করব..যাতে ৪০টা আসন অন্তত বাঁচাতে পারেন!’

এদিন প্রধানমন্ত্রী রাজ্যসভায় পৌঁছতেই চতুর্দিক থেকে ‘জয় শ্রী রাম’ শ্লোগান তুলতে শুরু করেন বিজেপি সাংসদেরা৷ তবে, এদিনের বক্তৃতার শুরু থেকেই মোদির নিশানায় ছিল খাড়্গে-রাহুল-সনিয়ার কংগ্রেস ৷ এদিন প্রবীণ কংগ্রেস নেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বক্তৃতা নিয়ে তীব্র কটাক্ষ করেন মোদি৷ রীতিমতো অবজ্ঞার সুরে মোদিকে বলতে শোনা যায়, ‘‘ওই দিন মল্লিকার্জুন খাড়্গে জি’র বক্তব্য শুনছিলাম৷ খুব ভাল লাগছিল৷ রাজ্যসভায় বিনোদনের অভাব রয়েছে৷ ওঁর কথা শুনে আনন্দ পেয়েছিলাম৷’’এ রপরেই কংগ্রেসকে এক হাত নিতে গিয়ে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ‘ধার’ করতে দেখা যায় মোদীকে৷ প্রধানমন্ত্রী বলেন, ‘‘পশ্চিমবঙ্গ থেকে চ্যালেঞ্জ এসেছে..যে কংগ্রেস ৪০টি আসনও জিততে পারবে না…’’ মোদি কথাটি শুরু করার সাথে সাথেই ডেস্কে আওয়াজের ঝড় তুলতে শুরু করেন বিজেপি সাংসদেরা৷ মোদির ঠোঁটে খেলে যায় হাল্কা হাসি..নিজের কথা শেষ করতে করতে তিনি বলেন, ‘‘আমি প্রার্থনা করব, যাতে আপনারা (কংগ্রেস) অন্তত ৪০টি আসন জিততে পারেন৷ ’’

এদিন ভারতের অর্থনীতির প্রশ্নে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং রাজীব গান্ধির জমানার প্রসঙ্গও নিয়েও কথা তোলেন মোদি৷ বলেন, ‘‘কংগ্রেসের ধ্যানধারণা সব পুরনো হয়ে গেছে৷ ’’ এমনকি, বি আর অম্বেদকর না থাকলে কংগ্রেস পিছিয়ে থাকা সম্প্রদায়ের সংরক্ষণের পথেও হাঁটত না বলে দাবি করেন মোদী৷ প্রসঙ্গত, এই মুহূর্তে ইন্ডিয়ার জোটসঙ্গী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কটা খুব একটা ভাল নেই কংগ্রেসের৷ পশ্চিমবঙ্গে আসন সমঝোতা প্রশ্নে প্রকাশ্যেই কংগ্রেসের বিরুদ্ধে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved