মহানগর ডেস্ক: সারাদিন প্রশাসনিক ও দলের কাজে তিনি তুমুল ব্যস্ত। সেই সকাল থেকে রাত পর্যন্ত। রাজ্যের অসংখ্য সমস্যা সামাল দেওয়ার পাশাপাশি দলের কাজ সামলানো থেকে শুরু করে বিরোধী দল, সংবাদমাধ্যমের প্রশ্নের জবাব দিতে হয় তাঁকে, কারণ তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister Of West Bengal)। আর এত সমস্যা সামলানোর পরেও দলনেত্রী হিসেবে আগামী লোকসভা ভোটে বিরোধী ঐক্য নিয়েও তাঁর চিন্তা থেমে থাকে না। অহরহ চলতেই থাকে। আর তাঁর হাজার কাজের পরেও এক্সট্রা মোটিভেশনের জন্য ট্রেডমিল করে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata On Motivational Tread Mill)। কিছুদিন আগে সেই ট্রেড মিলের ভিডিও তিনি শেয়ার করেছেন তিনি। আর তাঁর মোটিভেশনের বাড়তি ডোজের জন্য একটি লোমশ তুলতুলে কুকুরছানাকে নিয়ে ট্রেড মিল করছেন। ভিডিওর ক্যাপশন দিয়েছে, “কোনও কোনওদিন আপনার কিছু এক্সট্রা মোটিভেশন দরকার”। সঙ্গে কুকুর ছানার ইমোজিও দিয়েছেন তিনি।
আর তাঁর এই ভিডিওটি লাইক করেছেন দেড় হাজারের বেশি মানুষ। ভিডিওয় দেখা গিয়েছে পরিচিত সাদা শাড়ি পরে একটি বাদামি রঙের নরম তুলতুলে কুকুরছানা হাতে নিয়ে ট্রেড মিলে হাঁটছেন মুখ্যমন্ত্রী। মাঝেমাঝে তাঁর ছোট্ট মোটিভেটরের দিকে তাকাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই শারীরিক কসরতের পক্ষে সওয়াল করে এসেছেন। ২০১৯ সালে দার্জিলিংয়ে সংরক্ষণ নিয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে দশ কিলোমিটার জগিং করেছিলেন। আটষট্টি বছরের এই রাজনীতিবিদ তাঁর চার দশকের রাজনৈতিক কেরিয়ারে বরাবরই একদা জোটসঙ্গী বিজেপির কট্টর সমালোচনা করে এসেছেন। কিছুদিন আগে মমতা টুইট করেছেন ভারতে ভালো কিছুর জন্য পরিবর্তন দরকার। মানুষের শক্তি,ক্ষমতার চেয়ে কোনও কিছু নেই। বলেছেন, যখন সমস্ত বিরোধীদল এককাট্টা হবে, তখন যুদ্ধে বিজেপি হারবে এবং ভারত বিভেদকামী শক্তিগুলির বিরুদ্ধে যুদ্ধে জয় করবে।