Home National পাখির চোখে উত্তরবঙ্গ? প্রচারের ময়দানে শীঘ্রই দেখা যাবে তৃণমূল সুপ্রিমোকে 

পাখির চোখে উত্তরবঙ্গ? প্রচারের ময়দানে শীঘ্রই দেখা যাবে তৃণমূল সুপ্রিমোকে 

সব কিছু ঠিকঠাক থাকলে এপ্রিলের শুরুতেই প্রচার শুরু করতে পারেন মমতা। 

by Pallabi Sanyal
33 views
মহানগর ডেস্ক : জন গর্জন সভা থেকে নির্বাচনী প্রচার, পাখির চোখে পাহাড়। এবার প্রচারের ময়দানে ঝড় তুলতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থীদের হয়ে প্রচার শুরু করতে চলেছেন নেত্রী। তবে, তিনিও প্রচার শুরু করতে চলেছেন উত্তরবঙ্গ থেকে। সূত্রের খবর, কোচবিহার থেকে ২০২৪ – এর লোকসভা নির্বাচনের প্রচার শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব কিছু ঠিকঠাক থাকলে এপ্রিলের শুরুতেই প্রচার শুরু করতে পারেন মমতা।
কোচবিহার তৃণমূল সূত্রে খবর, কোচবিহার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার শুরু হলেও কবে, কোথায়, কখন তিনি সভা করবেন সে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। ইতিমধ্যেই, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচার সভা করেছেন জলপাইগুড়ি ও বালুরঘাটে। কোচবিহার ছাড়াও আলিপুরদুয়ারেও প্রচার সভা করার সম্ভাবনা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।
প্রসঙ্গত, ২০১৯ এর লোকসভায় উত্তরে ফল খুব একটা ভালো হয়নি শাসক দলের। অন্যদিকে, অপ্রত্যাশিত সাফল্য পেয়েছিল বিজেপি। ফলে হারানো জমি ফিরে পেতে মরিয়া তৃণমূল। ইতিমধ্যেই বিজেপি বাংলায় বাকি ২২টির মধ্যে ১৯ আসনে প্রার্থী ঘোষণা করেছে। যেখানে রয়েছে। চমক তমলুকে বিজেপি প্রার্থী করেছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে। তাঁর বিরুদ্ধে লড়বেন তৃণমূলের তরুণ নেতা দেবাংশু। বলতে গেলে এবারে বঙ্গে একাধিক আসনে হবে হাড্ডাহাড্ডি লড়াই।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved