Home Kolkata “শক্তিশালী উপজাতীয় নেতা”, গ্রেফতারি নিয়ে হেমন্ত সোরেনের পাশে দাঁড়ালেন মমতা

“শক্তিশালী উপজাতীয় নেতা”, গ্রেফতারি নিয়ে হেমন্ত সোরেনের পাশে দাঁড়ালেন মমতা

by Shreya Maji
36 views

মহানগর ডেস্ক:  জমি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা প্রধান তথা ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তাঁর বিরুদ্ধে উঠেছে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ। যদিও নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি। তবে এবার হেমন্ত সোরেনের পাশে দাঁড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  ঝাড়খণ্ড মুক্তি মোর্চা প্রধাননের প্রতি সমর্থন প্রকাশ করেছেন। মমতা হেমন্তকে “অন্যায় ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা করেছেন”।

মমতা বন্দ্যোপাধ্যায় হেমন্ত সোরেনকে  একজন “শক্তিশালী উপজাতীয় নেতা” হিসাবেই উলেখ করেছেন  তৃণমূল কংগ্রেস  সুপ্রিমো।  মমতা  বিজেপিকেও কটাক্ষ করতে ছাড়েননি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপিকে নিশানা করে তিনি বলেছেন, “আমি শক্তিশালী আদিবাসী নেতা হেমন্ত সোরেনের অন্যায় গ্রেফতারে র তীব্র নিন্দা করছি। বিজেপি-সমর্থিত কেন্দ্রীয় এজেন্সিগুলির প্রতিশোধমূলক কাজ একটি জনপ্রিয় নির্বাচিত সরকারকে দুর্বল করার একটি পরিকল্পিত ষড়যন্ত্রের কথা বলে।”

মমতা আরও বলেন,  “তিনি আমার একজন ঘনিষ্ঠ বন্ধু এবং আমি এই কঠিন সময়ে গণতন্ত্র রক্ষার জন্য নিবেদিত, তার পাশে অটলভাবে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিচ্ছি।” তবে যাই হোক ঝাড়খণ্ডের ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে ঝড় উঠেছে। আজ হেমন্তের আবেদন প্রত্যাখ্যান করেছে শীর্ষ আদালত।

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved