Home National Facebook Live Suicide: ধর্ষণ নিয়ে বান্ধবী ও পরিবারের ব্ল্যাকমেল, ফেসবুক লাইভ করে আত্মঘাতী বিবাহিত যুবক

Facebook Live Suicide: ধর্ষণ নিয়ে বান্ধবী ও পরিবারের ব্ল্যাকমেল, ফেসবুক লাইভ করে আত্মঘাতী বিবাহিত যুবক

by Mahanagar Desk
4 views

মহানগর ডেস্ক: মর্মান্তিক! বান্ধবী ও তার পরিবারের লোকজনরা হুমকি দিয়েছিল তাদের পাঁচ লক্ষ টাকা না দিলে তার বিরুদ্ধে ধর্ষণের মামলা করা হবে (Facebook Live Suicide)। সেপ্টেম্বরের দশ তারিখে মণীশ নামে আটত্রিশ বছরের যুবক ফেসবুক লাইভে জানায় তাকে উনিশ বছরের বান্ধবী কাজল ও তার পরিবারের লোকেরা তাকে ধর্ষণের মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে চলেছে।

ফেসবুক লাইভে মণীশের দাবি বান্ধবী কাজল ও তার পরিবারের লোকেরা পাঁচ লক্ষ টাকা না দিলে তাকে ধর্ষণের মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে হুমকি দিয়ে চলেছে। সেপ্টেম্বরের ছ তারিখে কাজল বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। কাজলের পরিবার অভিযোগ করে তাদের মেয়ে মণীশের সঙ্গে পালিয়ে গিয়েছে। আটত্রিশ বছরের মণীশ বিবাহিত এবং তিন সন্তানের পিতা। কাজল নামে বান্ধবী ও তার পরিবারের ক্রমাগত ব্ল্যাকমেলের পরে সে নাগপুরে একটি নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।

মণীশ কাজলের সঙ্গে তার কোনও শারীরিক সম্পর্কের কথা অস্বীকার করে তার মৃত্যুর পেছনে কাজলের পরিবার ও এক স্টুডিও অপারেটরের হাত রয়েছে বলে ফেসবুক লাইভে জানায়। ফেসবুক লাইভটি প্রকাশ্যে আসার পর পুলিশ তার খোঁজ শুরু করে। তল্লাশির পর নদী থেকে তার দেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় নাগপুর থেকে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

You may also like