মহানগর ডেস্ক: রাখির দিনেই ঘটে গিয়েছে মন বিষণ্ণ করা ঘটনা। গোটা দেশ জুড়ে ভাই-বোনেরা যখন রাখি বন্ধন উৎসব উদযাপনে মেতেছে ঠিক তখনই এক মহিলা তাঁর ভাইকে একটি মর্মান্তিক ঘটনায় হারিয়েছেন। যেকোনো মৃত্যুই বেদনাদায়ক কিন্তু রাখি বন্ধনের আগের দিনে ভাইকে হারানোর মত কষ্টের আর কিছুই হতে পারে না। একটি ভিডিওতে ওই মহিলাকে তাঁর মৃত ভাইয়ের হাতে রাখি বাঁধতে দেখা গিয়েছে। যা সত্যিই সকলের চোখে জল এনে দিয়েছে।
তেলেঙ্গানার পেদ্দাপল্লি জেলার এই বেদনাদায়ক ঘটনা ঘটেছে। মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান চৌধুরী কানাকাইয়া। তাঁর বোন যিনি তাঁর ভাইয়ের হাতে রাখি বাঁধতে এসেছিলেন। ভাইয়ের বাড়িতে আনন্দ করতে এসে এতটা বেদনা পেতে হবে তা স্বপ্নেও ভাবেননি হয়ত। ভাইকে হারিয়ে স্বাভাবিক ভাবেই ভেঙে পড়েছেন। শোক সত্ত্বেও কানাকাইয়ার ছোট বোন গৌরাম্মা পুত্তেদু তাঁর প্রয়াত ভাইয়ের কব্জিতে রাখি বেঁধে আচার পালন করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে আত্মীয়দের দ্বারা বেষ্টিত হৃদয়বিদারক গৌরাম্মা তার প্রয়াত ভাইকে শ্রদ্ধা জানাচ্ছেন।
অনাকাঙ্খিত এই দুর্ঘটনায় পরিবারের সদস্যরা শোকাহত এবং কান্নায় ভেঙে পড়েন। রক্ষা বন্ধনের দিনে কনকাইয়ার মৃত্যুতে গোটা গ্রাম গভীরভাবে শোকাহত। সকলেই শোকহত পরিবাররে পাশে দাঁড়িয়েছেন।