Home National নাবালিকাকে বিয়ের জন্য জবরদস্তি, রাজি না হওয়ায় কব্জি কেটে গ্রেফতার ব্যক্তি

নাবালিকাকে বিয়ের জন্য জবরদস্তি, রাজি না হওয়ায় কব্জি কেটে গ্রেফতার ব্যক্তি

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক, মহারাষ্ট্র: একজন ১৩ বছর বয়সী নাবালিকাকে হয়রানি ও তাড়া করার অভিযোগে গ্রেপ্তার করা হল একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তিকে। ঘটনাটি ঘটেছে, সোমবার মহারাষ্ট্রের থানের একটি বস্তিতে। বর্তমানে দেশের যা অবস্থা, তাতে করে নারীদের সুরক্ষা একেবারে তলানিতে পৌঁছেছে। কেউই যেন ছাড় পাচ্ছে না। বাচ্চা থেকে বুড়ো সবাই পরাস্ত পুরুষদের খারাপ চাহনির কাছে। যাই হোক, এই প্রসঙ্গে সোমবার মহারাষ্ট্র থানার একজন কর্মকর্তা জানিয়েছেন, মহারাষ্ট্রের থানে শহরে ১৩ বছর বয়সী নাবালিকাকে যৌন হয়রানির অভিযোগে পুলিশ একজন ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

থানের শ্রীনগর থানার আধিকারিক এফআইআরের উদ্ধৃতি দিয়ে বলেছেন, মেয়েটি ওয়াগল এস্টেট এলাকার বাসিন্দা, কয়েক মাস আগে সে তাঁর মায়ের মোবাইল ফোনে তাৎক্ষণিক মেসেজিং অ্যাপে একটি অ্যাকাউন্ট খুলেছিল, এরপর অভিযুক্তের কাছ থেকে একটি বন্ধুত্বের অনুরোধ গ্রহণ করে। এরপর দু’জন একে অপরের সঙ্গে বার্তা বিনিময় এবং চ্যাট করতে শুরু করেন। এরপর অভিযুক্ত ব্যক্তি মাঝে মাঝেই মেয়েটিকে বিয়ে করার জন্যে জোর করত। সে তাঁকে বলেছিল, ১৮ বছর বয়সে বিয়ে করবে মেয়েটিকে।

এছাড়াও সে মেয়েটির শরীর অনুপযুক্তভাবে স্পর্শ করত বলে অভিযোগ। এরপর মেয়েটি তাঁর কথায় পাত্তা না দেওয়ায় অভিযুক্ত ব্লেড দিয়ে তাঁর হাতের কব্জি কেটে ফেলে। এবং মেয়েটির নগ্ন ছবি পাঠিয়ে তাঁকে ব্ল্যাকমেইল করতে শুরু করে। ক্রমাগত হয়রানি করায়, মেয়েটি কয়েকবার অসুস্থও হয়ে পড়েছিল। মেয়েটি রবিবার একটি অভিযোগ নিয়ে পুলিশের কাছে যান এবং তাঁর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা 354D (স্টকিং) এবং 366A (অপ্রাপ্তবয়স্ক মেয়ের সংগ্রহ) এবং সেই সঙ্গে যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষার বিধানের অধীনে একটি এফআইআর নথিভুক্ত করা হয়। (পকসো) আইন ও তথ্যপ্রযুক্তি আইনে পুলিশ জানিয়েছে।

You may also like