মহানগর ডেস্ক: লক্ষ্মীবারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডা পশ্চিমের গৌড় শহরের ১৬ অ্যাভিনিউ সোসাইটির একটি অ্যাপার্টমেন্টে একটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বহু মানুষের আটকে পড়ার আশঙ্কা রয়েছে।
জানা গিয়েছে, আগুন অন্য ফ্ল্যাটে ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় যায় দমকলের গাড়ি। ভিতরে কেউ আটকে থাকা মানুষদের উদ্ধার করার চেষ্টা চলছে। ফ্যাল্টে আগ্নিকাণ্ডের কারণে চারিদিকে ব্যপক উত্তেজনা ছড়িয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গিয়েছে।