HomeNationalহরিয়ানায় ট্রাক-জিপের সংঘর্ষে মৃত ৫ অভিবাসী শ্রমিক, ১৫ জন আহত

হরিয়ানায় ট্রাক-জিপের সংঘর্ষে মৃত ৫ অভিবাসী শ্রমিক, ১৫ জন আহত

- Advertisement -

মহানগর ডেস্ক: ফের মারাত্মক সড়ক দুর্ঘটনা হরিয়ানায়। যাতে বলি হল ৫ জন এবং আহত ১৫ জন। হরিয়ানায় একটি ট্রাকের সঙ্গে জিপের সংঘর্ষে মারাত্মক ৫ জন অভিবাসী শ্রমিক নিহত, এবং আহত ১৫ জন। ঘটনাটি ঘটেছে, হরিয়ানার সোনিপত জেলায়। একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে একটি পিক-আপ জিপ উল্টে যায়।

ফলে দুর্ঘটনার শিকার হন কয়েকজন নিরীহ মানুষ। শুক্রবার ভোরে হরিয়ানার সোনিপাত জেলার কুন্ডলি-মানেসার-পালওয়াল এক্সপ্রেসওয়েতে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একটি ট্রাক একটি পিক-আপ জীপের সঙ্গে সংঘর্ষে চার অভিবাসী শ্রমিক সহ পাঁচজন নিহত এবং ১৫ জনেরও বেশি আহত।

পুলিশের কথায়, নিহত চার অভিবাসী শ্রমিক উত্তরপ্রদেশের বাসিন্দা। তাঁরা ঘটনার দিন ধান কাটার জন্য ঝাজ্জারে যাচ্ছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত তাদের জিপটি উল্টে যায় এই ঘটনায়। ঘটনাস্থলেই মৃত্যু হয়, চার অভিবাসী শ্রমিকের। খারখোদা, সোনিপাত থানার এসএইচও সুনীল কুমার একথা ফোনে জানিয়েছেন। ঘটনার আর বিস্তারিত জানা যায়নি।

Most Popular