মহানগর ডেস্ক: ঘরে ঢুকে হেনস্তা ভিন ধর্ম যুগলের।কর্নাটকের একদল দুষ্কৃতীর বিরুদ্ধে, যুবক-যুবতীকে মারধর করে তাদের ভিডিও তোলার অভিযোগ উঠল। কেন অন্য ধর্মাবলম্বীর সঙ্গে সম্পর্ক, সেই কারণেই ঘরের ভিতর ঢুকে রীতিমতো তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতীরা। উল্লেখ্য, কয়েকদিন আগেই অভিযোগ উঠেছিল, কর্নাটকে ভিন্ন ধর্মাবলম্বী দুই ভাই বোনকে মারধর করার। তার পরেই সেই রাজ্যের বিতর্কিত ভিডিও প্রকাশ্যে।
সূত্রের খবরে জানা গিয়েছে, দুষ্কৃতীরা হোটেলের ঘরে ঢুকে উদ্দেশ্য প্রণোদিত হামলা চালিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, প্রথমে হোটেলের ঘরের নম্বর রেকর্ড করা হল বাইরে থেকে। তার পরে এক ব্যক্তি দরজায় কড়া নাড়তে ঘর থেকে বেরিয়ে আসেন। জনাছয়েক দুষ্কৃতী তাঁকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলে ঘরের মধ্যে ঢোকে।মারধর করা হয় ঘরে থাকা মুসলিম মহিলাকেও।ক্যামেরার সামনে তিনি হিজাবে মুখ ঢাকলেও জোর করে তাঁর মুখ তুলে ধরা হয়।
অবস্থা বেগতিক দেখে ওই যুবক ঘর থেকে পালাতে চেষ্টা করেন। তাঁকেও ঘরের মধ্যে ধরে আটকে ফেলা হয়। যুগলকে বেধড়ক মারধর করা হয় ঘরের মধ্যে এবং গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি করে দুষ্কৃতীরাই।সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও।ওই যুগল ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।প্রাথমিকভাবে জানা গিয়েছে, অভিযুক্তরা সকলেই সংখ্যালঘু ধর্মাবলম্বী। তার মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।শুরু হয়েছে তল্লাশি বাকি চারজনকে খুঁজতে।