Home National পদ্ম সম্মান পেলেন মিঠুন চক্রবর্তী, তালিকায় আর কে কে আছেন…

পদ্ম সম্মান পেলেন মিঠুন চক্রবর্তী, তালিকায় আর কে কে আছেন…

পদ্ম সম্মান পেলেন মিঠুন চক্রবর্তী, তালিকায় আর কে কে আছেন...

by Mahanagar Desk
51 views

মহানগর ডেস্ক: রাত পোহালেই ৭৫ তম প্রজাতন্ত্র দিবস। আর এই দিনেই দেশের বিনোদন, খেলা, একাধিক মহলের কৃতী ব্যক্তিত্বরা গ্রহণ করেন পদ্মশ্রী, পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ পুরস্কার। ইতিমধ্যেই ২০২৪ সালের পদ্ম পুরস্কার প্রাপকদের সম্পূর্ণ তালিকা কেন্দ্র প্রকাশ করেছে। এক ঝলকে জেনে নিন পুরস্কার তালিকা…

ভারতের প্রথম মহিলা হাতি মাহুত পার্বতী বড়ুয়া কে এই বছর পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়েছে।

পদ্ম পুরস্কার ২০২৪ বিজয়ীদের তালিকা ঘোষণা করা হয়েছে:

পদ্মবিভূষণ ২০২৪ বিজয়ীরা

সুশ্রী বৈজয়ন্তীমালা বালি (শিল্প)- তামিলনাড়ু

শ্রী কোনিদেলা চিরঞ্জীবী (শিল্প)- অন্ধ্রপ্রদেশ

শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু (পাবলিক অ্যাফেয়ার্স)- অন্ধ্রপ্রদেশ

শ্রী বিন্দেশ্বর পাঠক (সমাজকর্ম)- বিহার

সুশ্রী পদ্মা সুব্রহ্মণ্যম (শিল্প)- তামিলনাড়ু

পদ্মভূষণ ২০২৪ বিজয়ীরা

মিসেস এম ফাতিমা বিভি (পাবলিক অ্যাফেয়ার্স)- কেরালা

শ্রী হরমুসজি এন কামা (সাহিত্য ও শিক্ষা)- মহারাষ্ট্র

শ্রী মিঠুন চক্রবর্তী (শিল্প)- পশ্চিমবঙ্গ

শ্রী সীতারাম জিন্দাল (বাণিজ্য ও শিল্প)- কর্ণাটক

শ্রী ইয়ং লিউ (বাণিজ্য ও শিল্প)- তাইওয়ান

শ্রী অশ্বিন বালাচাঁদ মেহতা (মেডিসিন) – মহারাষ্ট্র

শ্রী সত্যব্রত মুখোপাধ্যায় (পাবলিক অ্যাফেয়ার্স)- পশ্চিমবঙ্গ

শ্রী রাম নায়েক (পাবলিক অ্যাফেয়ার্স)- মহারাষ্ট্র

শ্রী তেজস মধুসূদন প্যাটেল (মেডিসিন) – গুজরাত

শ্রী ওলানচেরি রাজাগোপাল (পাবলিক অ্যাফেয়ার্স)- কেরল

শ্রী দত্তাত্রয় অম্বাদাস মায়ালু ওরফে রাজদত্ত (শিল্প) – মহারাষ্ট্র

শ্রী তোগদান রিনপোচে (অন্যরা – আধ্যাত্মবাদ) – লাদাখ

শ্রী পেয়ারেলাল শর্মা (শিল্প) – মহারাষ্ট্র

শ্রী চন্দ্রেশ্বর প্রসাদ ঠাকুর (মেডিসিন)- বিহার

সুশ্রী উষা উথুপ (শিল্প) – পশ্চিমবঙ্গ

শ্রী বিজয়কান্ত (শিল্প) – তামিলনাড়ু

শ্রী কুন্দন ব্যাস (সাহিত্য ও শিক্ষা – সাংবাদিকতা) – মহারাষ্ট্র

পদ্মশ্রী ২০২৪ বিজয়ীরা

পার্বতী বড়ুয়া – ভারতের প্রথম মহিলা হাতি মাহুত

চামি মুর্মু – প্রখ্যাত উপজাতীয় পরিবেশবিদ

সাংথানকিমা – মিজোরামের সমাজকর্মী

জগেশ্বর যাদব – আদিবাসী কল্যাণ কর্মী

গুরবিন্দর সিং – সিরসার দিব্যাং সমাজকর্মী

সত্যনারায়ণ বেলেরি – কাসারগোড়ের ধান চাষি

দুখু মাঝি – সিন্দ্রি গ্রামের আদিবাসী পরিবেশবিদ

কে চেল্লাম্মল – আন্দামানের জৈব চাষী

হেমচাঁদ মাঞ্জি – নারায়ণপুরের ঔষধি চিকিৎসক

ইয়ানুং জামোহ লেগো – অরুণাচল প্রদেশের ভেষজ ওষুধ বিশেষজ্ঞ

সোমান্না – মাইসুর থেকে উপজাতীয় কল্যাণ কর্মী

সর্বেশ্বর বসুমাতারী – চিরাং এর আদিবাসী কৃষক

প্রেমা ধনরাজ – প্লাস্টিক সার্জন ও সমাজকর্মী

উদয় বিশ্বনাথ দেশপান্ডে – আন্তর্জাতিক মল্লখাম্ব কোচ

ইয়াজদি মানেকশা ইতালিয়া – সিকেল সেল অ্যানিমিয়ার মাইক্রোবায়োলজিস্ট বিশেষজ্ঞ

শান্তি দেবী পাসওয়ান এবং শিবান পাসওয়ান – স্বামী-স্ত্রী জুটি গোডনা চিত্রশিল্পী

রতন কাহার – ভাদু লোকশিল্পী

অশোক কুমার বিশ্বাস – প্রফুল্ল টিকুলী চিত্রশিল্পী

বালাকৃষ্ণান সদনম পুঠিয়া ভিটিল – বিশিষ্ট কল্লুভাৰী কথাকলি নৃত্যশিল্পী

উমা মহেশ্বরী ডি – মহিলা হরিকথার ব্যাখ্যাকারী

গোপীনাথ সোয়াইন – কৃষ্ণলীলা গায়ক

স্মৃতি রেখা চাকমা – ত্রিপুরা থেকে চাকমা লোইনলুম শাল তাঁতি

ওমপ্রকাশ শর্মা- মাচ থিয়েটার শিল্পী

নারায়ণন ইপি- কান্নুরের প্রবীণ থেইয়াম ফোক নৃত্যশিল্পী

ভাগবত পাঠ- সবা নৃত্য লোকনৃত্য বিশেষজ্ঞ

সনাতন রুদ্র পাল- বিশিষ্ট ভাস্কর

বদরাপ্পান এম- ভাল্লী ওয়েল কুম্মি লোকনৃত্যের ব্যাখ্যাকারী

জর্ডান লেপচা- লেপচা উপজাতির বাঁশের কারিগর

মাছিহান সাসা- উখরুলের লংপি কুমোর

গদ্দাম সামমাইয়া- বিশিষ্ট চিন্দু যক্ষগানম থিয়েটার শিল্পী

জানকিলাল- ভিলওয়াড়ার বেহরুপিয়া শিল্পী

দাসারি কোন্ডপ্পা- তৃতীয় প্রজন্মের বুরা বীণা খেলোয়াড়

বাবু রাম যাদব- পিতলের মারোরি কারিগর

নেপাল চন্দ্র সূত্রধর- তৃতীয় প্রজন্মের ছাউ মুখোশ প্রস্তুতকারক

You may also like