Home National খট্টরের ইস্তফা, জেনে নিন কে হতে চলেছেন হরিয়ানার নতুন মুখ্যমন্ত্রী

খট্টরের ইস্তফা, জেনে নিন কে হতে চলেছেন হরিয়ানার নতুন মুখ্যমন্ত্রী

 মঙ্গলবার সকালে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর এবং তাঁর পুরো মন্ত্রিসভা পদত্যাগ করেছেন। 

by Shreya Maji
37 views

মহানগর ডেস্ক:  লোকসভার আগে বিজেপি সাসিত হরিয়ানায় টানটান উত্তজনা। লোকসভা নির্বাচনের জন্য আসন ভাগাভাগি নিয়ে ক্ষমতাসীন বিজেপি-জেজেপি জোটে ভাঙ্গনের পর   মঙ্গলবার সকালে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর এবং তাঁর পুরো মন্ত্রিসভা পদত্যাগ করেছেন।  এর পর থেকেই জল্পনা শুরু হয়েছে কে হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই চর্চার মধ্যেই সামনে এসেছে একজনের নাম।

বিজেপির কুরুক্ষেত্রের সাংসদ নয়াব সিং সাইনি নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন। এমনটাই খবর,  সূত্র বলছে, বিজেপি ৭ জন স্বতন্ত্র বিধায়কের উপর ভরসা করবে এবং পাঁচজন জেজেপি থেকে বিধায়ক নিয়ে সরকার গঠন করতে পারবে বলে আশা করা হচ্ছে।  এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভাল, নয়াব সিং সাইনি যিনি হরিয়ানার নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন  তিনি কুরুক্ষেত্রের সাংসদ এবং ওবিসি নেতা। সাইনিকে গত বছরের অক্টোবরে হরিয়ানা বিজেপির রাজ্য সভাপতি হিসাবে নিযুক্ত করা হয়েছিল। এই নিয়ে বৈঠক করতে জেজেপি হরিয়ানার সভাপতি নিশান সিং  দুষ্যন্ত চৌতালার ফার্মহাউসে পৌঁছেছেন। দুষ্যন্ত চৌতালা, নয়না চৌতালা এবং অজয় সিং চৌতালা ইতিমধ্যেই ভিতরে রয়েছেন। জেজেপি মুখপাত্র অরবিন্দ ভরদ্বাজ বলেছেন যে তার দল রাজ্যের  ১০টি লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

জানা গিয়েছে, পর্যবেক্ষক তরুণ চুগ এবং অর্জুন মুন্ডার উপস্থিতিতে আজ বিকেলে বিধানসভা দলের বৈঠকে হাউসের নতুন মুখ্যমন্ত্রীকে বেছে নেওয়া হবে। এমএল খট্টর, যিনি আজ সকালে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন, সম্ভবত শীর্ষ পদে ফিরে আসবেন।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved