Home National আসন্ন লোকসভা নির্বাচনে মোদীর হার নিশ্চিত, গ্রেফতার হওয়ার আগে ভিডিও বার্তায় সঞ্জয় সিং

আসন্ন লোকসভা নির্বাচনে মোদীর হার নিশ্চিত, গ্রেফতার হওয়ার আগে ভিডিও বার্তায় সঞ্জয় সিং

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক: আম আদমি পার্টি (এএপি) নেতা এবং রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং, যিনি এখন বাতিল হয়ে যাওয়া দিল্লি আবগারি নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দ্বারা গ্রেফতার হয়েছেন। তবে জেলে যাওয়ার আগে তিনি একটি ভিডিও রেকর্ড করেছিলেন। সেই ভিডিও এখন রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিও বার্তায় তিনি বলেছেন, নৃশংসতার মুখেও তিনি দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকবেন।

কেন্দ্রকে আঘাত করে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসন্ন নির্বাচনে খুব খারাপভাবে হেরে যাবেন। ফেডারেল তদন্ত সংস্থা আবগারি নীতির মামলায় সঞ্জয় সিংয়ের বাড়িতে অভিযান চালিয়ে ও ১০ ঘন্টা তাঁকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করেছে।সঞ্জয় সিং বলেছেন, “আমি প্রতিনিয়ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গৌতম আদানি এবং তাঁদের দুর্নীতি নিয়ে কথা বলে আসছি। এমনকি আদানির দুর্নীতির বিরুদ্ধে আমি ইডি-র কাছে একাধিক অভিযোগও নথিভুক্ত করেছি। এর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু আজ ইডি হঠাৎ করে আমার বাড়িতে অভিযান চালায়। তাঁরা কিছুই পায়নি। তা সত্ত্বেও, তাঁরা আমাকে গ্রেফতার করছে।” এরপর তিনি মোদীকে কটাক্ষ করে বলেন, “মোদিজি, আপনি নির্বাচনে খুব খারাপভাবে হেরে যাবেন। ইডি-র কর্মকাণ্ড দেখায় যে কীভাবে একজন কাপুরুষ ও স্বৈরাচারী প্রধানমন্ত্রী নির্বাচনে জেতার জন্য মানুষকে গ্রেফতার করে। আমি আগেও এটা বলেছি এবং আবারও বলছি, আমি মরতে পারবো, কিন্তু ভয় করব না।”

প্রসঙ্গত, মণীশ শিশোদিয়ার পরে সঞ্জয় সিং হলেন দ্বিতীয় হাই-প্রোফাইল AAP নেতা যাঁকে দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত অর্থ পাচারের মামলায় গ্রেফতার করা হয়েছে। বর্তমানে AAP-এর সত্যেন্দর জৈনও অন্য একটি মানি লন্ডারিং মামলায় কারাগারে রয়েছেন। তবে সঞ্জয় সিংয়ের গ্রেপ্তারকে “সম্পূর্ণ বেআইনি” বলে অভিহিত করে দিল্লির মুখ্যমন্ত্রী এবং এএপি প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তাঁর দাবি, আসন্ন ২০২৪ সালের সাধারণ নির্বাচনের আগে আরও বিরোধী নেতাদের গ্রেফতার করা হবে। কেজরিওয়াল সঞ্জয় সিংয়ের বাসভবনে ইডির অভিযানকে এমন একটি দলের “শেষ মরিয়া প্রচেষ্টা” বলে অভিহিত করেছেন। যা ২০২৪ সালের লোকসভা নির্বাচনে পরাজয়ের দিকে তাকিয়ে আছে। এ ধরনের অনেক অভিযান হবে তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved