Home National Money Deposited Wrongly: ব্যাঙ্কের ভুলে ক্যাব চালকের অ্যাকাউন্টে ঢুকল নব্বই হাজার কোটি টাকা!

Money Deposited Wrongly: ব্যাঙ্কের ভুলে ক্যাব চালকের অ্যাকাউন্টে ঢুকল নব্বই হাজার কোটি টাকা!

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক: ব্যাঙ্ক থেকে ভুল করে চেন্নাইয়ের ক্যাবচালকের অ্যাকাউন্টে ন হাজার কোটি টাকায় ঢোকায় ইস্তফা দিলেন তামিলনাডুর তামিলনাড মার্কেন্টাইল ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও (Money Deposited Wrongly)। ইস্তফাপত্রে এমডি ও সিইও এস কৃষ্ণন জানিয়েছেন তিনি ব্যক্তিগত কারণে ইস্তফা দিচ্ছেন। ইস্তফাপত্রে তিনি লিখেছেন এখনও চাকরির দুই তৃতীয়াংশ মেয়াদ বাকি রয়েছে। তবে ব্যক্তিগত কারণে তিনি ইস্তফার সিদ্ধান্ত নিয়েছেন।

২০২২ সালের সেপ্টেম্বর মাসে কৃষ্ণন ব্যাঙ্কের দায়িত্ব নিয়েছিলেন। তাঁর ইস্তফাপত্র পাওয়ার পর থুতুকুডির ওই ব্যাঙ্কের বোর্ড অব ডিরেক্টররা তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেন। সেটি রিজার্ভ ব্যাঙ্ককে তাঁরা পাঠিয়ে দেন। এক বিবৃতিতে ব্যাঙ্ক জানিয়েছে যতক্ষণ না পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ না আসা পর্যন্ত তাঁকে দায়িত্ব পালন করার অনুরোধ জানানো হয়েছে।

এক সপ্তাহ আগে তামিলনাডু মার্কেন্টাইল ব্যাঙ্কের অ্যাকাউন্ট হোল্ডার এক ক্যাব চালকের অ্যাকাউন্টে ভুল করে নব্বই হাজার ঢোকে। টাকা ঢোকার পর রাজকুমার নামে ক্যাব চালক ভাবেন এটি নিশ্চিত বড় মাপের প্রতারণা। যাচাই করতে সে তার এক বন্ধুর অ্যাকাউন্টে কম অঙ্কের টাকা (একুশ হাজার টাকা) পাঠায়। বন্ধুর অ্যাকাউন্টে টাকাও মসৃণভাবে ঢুকে যায়। আধ ঘণ্টার মধ্যে ব্যাঙ্ক তার অ্যাকাউন্ট থেকে বাকি টাকা তুলে নেয়। এ বছরের জুন মাসে আয়কর বিভাগ ব্যাঙ্কের ভেরিফিকেশন প্রসেস খতিয়ে দেখে কিছু অনিয়ম খুঁজে পায়।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved