Home National ২০ কোটি না দিলে খুন হতে হবে, মুকেশ আম্বানির কাছে এল প্রাণনাশের হুমকি

২০ কোটি না দিলে খুন হতে হবে, মুকেশ আম্বানির কাছে এল প্রাণনাশের হুমকি

by Shreya Maji
3 views

মহানগর ডেস্ক:  রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি(Mukesh Ambani) এই সপ্তাহের শুরুর দিকে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন বলেই পুলিশ আজ জানিয়েছে। শুধু খুনের হুমকিই নয় সেই সঙ্গেই মোটা অঙ্কের টাকাও দাবি কতা হয়েছে বলেই জানানো হয়েছে।

 ইমেলে একজন ব্যক্তি লিখেছেন যদি শিল্পপতি ২০ কোটি টাকা না দেন তবে মুকেশ আম্বানিকে খুন করা হবে। এই ধরনের হুমকি যদিও প্রথম নয়। এর আগে মুকেশ আম্বানির বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। শিল্পপতিকে পাঠানো  ইমেলটিতে বলা হয়েছে,  “আপনি যদি আমাদের ২০ কোটি টাকা না দেন, আমরা আপনাকে মেরে ফেলব। আমাদের ভারতে সেরা শুটার আছে।”  ২৭শে অক্টোবর শাদাব খান নামে এক ব্যক্তির দ্বারা হুমকিটি পাঠানো হয়েছিল। পুলিশ  জানিয়েছে যে, আম্বানির মুম্বাই বাসভবন, অ্যান্টিলিয়ার নিরাপত্তা নিয়ে হুমকি আসার পরে একটি অভিযোগ দায়ের করা হয়েছিল।  মুম্বাইয়ের গামদেবী পুলিশ আইপিসির ৩৮৭ এবং ৫০৬ (২) ধারায় অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করেছে এবং তদন্ত শুরু করেছে।

মুম্বই পুলিশ গত বছর মিস্টার আম্বানি এবং তার পরিবারের সদস্যদের হুমকি দিয়ে বেনামী কল করার জন্য বিহার থেকে একজনকে গ্রেফতার করেছিল।  দক্ষিণ মুম্বাইতে আম্বানি পরিবারের বাসভবন ‘অ্যান্টিলিয়া’ সহ এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতাল “উড়িয়ে দেওয়ার” হুমকি দিয়েছিল।

You may also like