Home National লরেন্স বিষ্ণোইয়ের নজরে এবার বিখ্যাত কমেডিয়ান, সুরক্ষা নিশ্চিত করেছে মুম্বই পুলিশ

লরেন্স বিষ্ণোইয়ের নজরে এবার বিখ্যাত কমেডিয়ান, সুরক্ষা নিশ্চিত করেছে মুম্বই পুলিশ

by Bikram Banerjee
98 views

মহানগর ডেস্ক: লরেন্স বিষ্ণোই, নামটা শুনলে বুক কেঁপে ওঠে সকলের। যদিও এর পিছনে রয়েছে দীর্ঘ ইতিহাস। ছাত্র রাজনীতির হাত ধরে উঠে আসা ছেলেটার নাম আজ বিশ্বে ছড়িয়ে। যদিও অন্ধকার জগতে পা রাখার পর থেকেই শিরোনামে এসেছেন তিনি। একের পর এক খুন, বলিউডের অন্যতম স্টার সলমান খানকে প্রাণ নাশের হুমকি থেকে শুরু করে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা সহ এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে গুলিতে ঝাঁঝরা করে মেরে ফেলার অভিযোগ, সবেতেই নাম জড়িয়েছে বিষ্ণোই গ্যাংয়ের। তবে এরই মধ্যে শোনা যাচ্ছে বিষ্ণোইয়ের পরবর্তী টার্গেট নাকি এক ভারতীয় কমেডিয়ান।

শনিবার অর্থাৎ দশমীর রাতে মুম্বইয়ের রাজপথে মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি পার্টির সদস্য 66 বছর বয়সী বাবা সিদ্দিকির বুকে ও পেটে কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করলে মৃত্যু হয় তাঁর। ইতিমধ্যেই ওই রাজনৈতিক নেতার মৃত্যুর পিছনে লরেন্স গ্যাংয়ের হাত রয়েছে বলে জানিয়েছে মুম্বই পুলিশ। বাবা সিদ্দিকির খুনের ঘটনার আগে গায়ক সিধু মুসেওয়ালার সাথেও একই ঘটনা ঘটিয়েছিল লরেন্স গ্যাং। এরপর থেকে ক্রমশ বলিউডে প্রবেশ করতে থাকেন বিষ্ণোই। সম্প্রতি গায়ক এপি ধিলঁর কানাডার বাড়িতেও তান্ডব চালায় দুষ্কৃতীরা। সেখানেও নাম জড়িয়েছে বিষ্ণোই গ্যাংয়ের।

বিগত কয়েক বছরে একাধিক খুনের ঘটনার পর বলিউড তারকা সলমান খানের বাড়িতে ফোন করে খুনের হুমকি দেয় লরেন্স গ্যাং। যদিও সেই ঘটনার পর বলিউড অভিনেতার নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হয়েছে। তবে এরই মধ্যে বেছে বেছে প্রভাবশালীদের খুনের ঘটনা ভয় ধরাচ্ছে সকলের মনে। প্রাপ্ত তথ্য মারফত খবর, বাবা সিদ্দিকির পর বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় রয়েছেন আরও কয়েকজন সেলিব্রিটি। হ্যাঁ, নামজাদা কমেডিয়ান মুনাওয়ার ফারুকীও সেই তালিকার বাইরে নন।

আরও পড়ুন: তীব্র খাদ্য সংকটে ভুগছে অস্ট্রেলিয়া, অভুক্ত প্রায় 10 লাখ!

সম্প্রতি লরেন্স বিষ্ণোইয়ের বিরোধীতায় সরব হয়েছিলেন এই কমেডিয়ান। বেশ কিছুদিন আগে এক বিয়ে বাড়িতে তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। তবে মুম্বই পুলিশের হস্তক্ষেপে কোনও মতে প্রাণে বাঁচেন তিনি। এরপরই মুনাওয়ার ফারুকীর সুরক্ষা সুনিশ্চিত করে প্রশাসন। তা সত্ত্বেও এবার নাকি এই কমেডিয়ান লরেন্সের বন্ধুকের নিশানায়। যদিও এখানেই শেষ নয়, প্রয়াত গায়ক সিধু মুসওয়ালার ম্যানেজার শগনপ্রীত সিংও নাকি রয়েছেন বিষ্ণোইয়ের লিস্টে।Lawrence Bishnoi,

You may also like