Home National Namaz Controversy: গুজরাতের স্কুলে হিন্দু পড়ুয়াদের নামাজ পরা নিয়ে বিতর্ক, শিক্ষককে মার প্রতিবাদকারীদের

Namaz Controversy: গুজরাতের স্কুলে হিন্দু পড়ুয়াদের নামাজ পরা নিয়ে বিতর্ক, শিক্ষককে মার প্রতিবাদকারীদের

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক: গুজরাতের আহেমদাবাদে একটি বেসরকারি স্কুলে সচেতনতা কর্মসূচিতে হিন্দু পড়ুয়াদের নামাজ পড়তে বলায় প্রবল বিতর্ক দেখা দেয় (Namaz Controversy)। এই ঘটনায় হিন্দু সংগঠনের প্রতিবাদের জেরে তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্যের বিজেপি সরকার। ভিডিওয় দেখা গিয়েছে এক শিক্ষককে মারধর করছে প্রতিবাদকারীরা। গত ২৯ সেপ্টেম্বর আহমেদাবাদের ঘাটলোদিয়া এলাকার কালোরেক্স ফিউচার স্কুলে ওই কর্মসূচি নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার পর ক্ষমা চেয়ে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে বিভিন্ন ধর্ম সম্পর্কে ছাত্রদের সচেতন করে তুলতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল।

অনুষ্ঠানের ভিডিওটি পরে স্কুলের ফেসবুক পেজ থেকে তুলে নেওয়া হয়। ভিডিওটিয় দেখা গিয়েছে প্রাথমিক বিভাগের এক পড়ুয়া নামাজ পড়ছে। পরে চারজন ছাত্রকে তার সঙ্গে নামাজ পড়ায় যোগ দিতে দেখা যায়। ওই ছাত্রের সঙ্গে লাব পে আতি হ্যায় দুয়া গান গাইতে শোনা যায়। এই ঘটনায় এবিভিপি,বজরং দল ও অন্যান্য দক্ষিণপন্থী সংগঠনের লোকজনেরা স্কুল চত্বরে প্রতিবাদ জানায়। প্রাইমারি,সেকেন্ডারি, অ্যাডাল্ট এডুকেশন দফতরের রাষ্ট্রমন্ত্রী জানান কিছু মানুষ এই ধরণের অনুষ্ঠান করে রাজ্যের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। যে পড়ুয়া ওইসব অনুষ্ঠানে অংশ নেয়,তারা জানেই না কোন অনুষ্ঠানে অংশ নিয়েছে। এই ঘটনা মেনে নেওয়া যায় না। সরকার তদন্ত করে এইধরণের অনুষ্ঠানের পেছনে কোন  ধরণের মানসিকতা,উদ্দেশ্য রয়েছে, তা খুঁজে বের করে উপযুক্ত ব্যবস্থা নেবে। যারা এ ধরণের অন্যায় করেছে, সরকার তাদের ছেড়ে দেবে না।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved