Home National New Dress Controversy Of Parliament: সংসদ কর্মীদের নতুন পোশাকে পদ্মফুল কেন, বিরোধীদের তোপের মুখে কেন্দ্রীয় সরকার

New Dress Controversy Of Parliament: সংসদ কর্মীদের নতুন পোশাকে পদ্মফুল কেন, বিরোধীদের তোপের মুখে কেন্দ্রীয় সরকার

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক: বিশেষ অধিবেশন শুরু হতে বাকি পাঁচদিন। তার আগে সংসদের কর্মীদের নতুন পোশাক (New Dress Controversy Of Parliament) নিয়ে বিতর্কে জড়াল কেন্দ্রীয় সরকার। বিজেপি সরকারকে আক্রমণ শানিয়ে বিরোধীদের অভিযোগ, সংসদের কর্মীদের যে পোশাক দেওয়া হয়েছে তাতে বিজেপির নির্বাচনী প্রতীক পদ্ম ছাপা রয়েছে।

এ ব্যাপারে এক্সে কংগ্রেস সাংসদ মানিকরাম ঠাকুর মোদী সরকারকে আক্রমণ করে লিখেছেন কেন সংসদের কর্মীদের পোশাকে বাঘের ছবি ছাপা হল না। কারণ বাঘ জাতীয় পশু। কেনই বা জাতীয় পাখি ময়ূরের ছবি সংসদ কর্মীদের পোশাকে ছাপা হল না। ময়ূর জাতীয় পাখি। কিন্তু তারা সংসদ কর্মীদের নতুন পোশাকে পদ্মের ছবি ছেপেছে, কারণ পদ্মফুল বিজেপির নির্বাচনী প্রতীক। কংগ্রেস সাংসদ আরও লিখেছেন, কেন্দ্রীয় সরকার কতটা সস্তা। এর আগে জি-টুয়েন্টিতে তারা এই কাণ্ড ঘটিয়েছে। আর এখন সংসদ কর্মীদের নতুন পোশাকে পদ্মফুলের ছবি ছাপিয়েছে। বলছে পদ্ম জাতীয় ফুল।

তাঁর অভিযোগ, কেন্দ্রের এ ধরণের সস্তা মনোভাব ঠিক নয়। তাঁরা আশা করছেন বিজেপির বোধোদয় হবে এবং  সংসদকে এক তরফা দলবাজির জায়গা করে তুলবে না। কংগ্রেসের পাশাপাশি আরেক বিরোধী দল এনসিপিও কেন্দ্রকে আক্রমণ শানিয়েছে। এনসিপির মুখপাত্র বলেছেন, সংসদকর্মীদের পোশাকে পদ্মের ছবি ছাপিয়ে বিজেপি মন্দিরের গণতন্ত্রকে রাজনীতির মঞ্চে শামিল করার চেষ্টা করছে।

তাঁর অভিযোগ বিজেপি সংসদকে ব্যক্তিগত প্রচারের জন্য অপব্যবহার করছে। সংসদ জনগণের এবং তা কোনও রাজনৈতিক দলের নয় বলে মন্তব্য করেছেন এনসিপির মুখপাত্র। সূত্রের খবর পাঁচ দিনের বিশেষ অধিবেশনের আগে ভারতীয় ছাপ রয়েছে, সংসদের কর্মীদের এমন নতুন পোশাক দিয়েছে কেন্দ্রীয় সরকার। নতুন এই পোশাকগুলির মধ্যে রয়েছে ম্যাজেন্টা বা গাঢ় গোলাপি রঙের নেহরু জ্যাকেট, যা পরবেন আমলারা।

এর আগে তাঁরা সংসদের অধিবেশনের সময় গলাবন্ধ সুট পরতেন। তাঁদের সেই পোশাকও এবার থাকছে না। এখন তাঁরা পরবেন গাঢ় গোলাপি রঙের শার্ট, যাতে পদ্মফুলের মোটিফ রয়েছে। সংসদের দুই কক্ষেও মার্শালদের পোশাকও পরিবর্তন করা হয়েছে। তাঁরা এখন মণিপুরী পাগড়ি পরবেন। পোশাক বদালনো হচ্ছে সংসদ ভবনের নিরাপত্তা রক্ষীদেরও। তাঁরা সাফারি সুটের বদলে সামরিক বাহিনীর পোশাকের ব্যবস্থা করা হচ্ছে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved