বিক্রম ব্যানার্জী: মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকির মৃত্যুর পিছনে হাত রয়েছে লরেন্সের ভাই আনমোল বিষ্ণোইয়ের, এমনটাই মনে করছেন তদন্তকারীরা। ফলত তাকে ধরতে মরিয়া হয়ে উঠেছে এনআইএ। আনমোলকে ধরিয়ে দিতে পারলে 10 লাখের পুরস্কারও ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির তরফে। যদিও সূত্রের খবর, আগেই অবৈধভাবে দেশ ছেড়েছেন আনমোল। শেষবারের মতো তাকে দেখা গিয়েছিল কানাডায়।
লরেন্স বিষ্ণোইয়ের অপরাধে যুক্ত ভাই আনমোলও!
দাদা লরেন্স বিষ্ণোইয়ের একাধিক অপরাধের সঙ্গে যুক্ত রয়েছেন ভাই আনমোল। হ্যাঁ, এমনটাই দাবি করছেন তদন্তকারীরা। সূত্রের খবর, বলিউড স্টার সলমান খানের বাড়িতে গুলি চালানোর ঘটনা থেকে শুরু করে সিধু মুসেওয়ালার হত্যা, প্রায় সবেতেই নাম রয়েছে গ্যাংস্টারের ভাই আনমোলের। এখনও পর্যন্ত একাধিক অপরাধ মিলিয়ে 18 টিরও বেশি মামলা রয়েছে লরেন্সের ভাইয়ের বিরুদ্ধে। মুম্বই পুলিশ সূত্রে খবর, বহুবার তাকে জেরা করার জন্য ডাকা হলেও তার খোঁজ পাওয়া যায়নি। লুক আউট নোটিশও দেওয়া হয়েছিল বেশ কয়েকবার।
যদিও তদন্তকারী সংস্থা জানিয়েছে, দশমীর রাতে বাবা সিদ্দিকীর শুটআউটের ঘটনায় বিষ্ণোই গ্যাংয়ের সাথে যুক্ত রয়েছে আনমোল। এনসিপি নেতাকে খুনের জন্য ভিন রাজ্য থেকে প্রশিক্ষণপ্রাপ্ত শুটারদের ভাড়া করে এনেছিলেন তিনি। যার প্রমাণ স্ন্যাপচ্যাটে শুটারদের পাঠানো সিদ্দিকি পুত্র জিসানের ছবি। মনে করা হচ্ছে, সিদ্দিকির পাশাপাশি তার ছেলেকেও টার্গেট করেছিল দুষ্কৃতীরা। তদন্তকারীদের অনুমান, কানাডা অথবা আমেরিকা থেকে দাদার ইশারায় একের পর এক খুনের ছক কষছে বিষ্ণোইয়ের ভাই আনমোল। যদিও ইতিমধ্যেই আনমোলের মাথার দাম ধার্য করা হয়েছে 10 লাখ টাকা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ জানিয়েছে, যে আনমোলের সম্পর্কে কোনও তথ্য দিয়ে সাহায্য করবে তাকে 10 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।
আরও পড়ুন: 13 বছরের কম বয়সী শিশুদের যৌন নির্যাতনের অভিযোগ বেসবল কোচের বিরুদ্ধে