Home National আজ পদত্যাগ? রবিবার বা সোমবার ফের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন নীতীশ কুমার

আজ পদত্যাগ? রবিবার বা সোমবার ফের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন নীতীশ কুমার

by Shreya Maji
35 views

মহানগর ডেস্ক:  আবারও পাল্টি খেতে চলেছেন নীতীশ কুমার। মহাগঠবন্ধন জোট থেকে বেড়িয়ে ফের বিজেপির হাত ধরে নতুন করে বিহারে সরকার গঠন করতে চলেছে। সূত্রের খবর আগামীকাল বা সোমবার ফের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন নীতীশ কুমার । শীঘ্রই রাজ্যপালের সঙ্গে দেখা করবেন বলেও খবর।

শোনা যাচ্ছে আজই নাকি মহাগঠবন্ধন জোটে পক্ষ থেকে মুখ্যমন্ত্রী হিসাবে পদত্যাগ করতে পারেন নীতীশ কুমার। জানা গিয়েছে নিতুন করে মুখ্যমন্ত্রী হলে কে বিহাররে  উপ মুখ্যমন্ত্রী হবেন এই নিয়ে কিছুটা জট সৃষ্টি হয়েছে। সেই জট কাটলেই বিজেপির সঙ্গে হাত মিলিয়ে নবমবারের জন্য বিহাররে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, যিনি বিজেপির সাথে হাত মেলাবেন এবং রাজ্যে একটি নতুন সরকার গঠন করবেন বলে অনুমান করা হচ্ছে, । রবিবার  তাঁর  দাবি দাখিল করতে রাজ্যপালের সাথে দেখা করার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক সংকটের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রোববার সকালে গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছে জনতা দল (ইউনাইটেড)।

 নীতীশ কুমার আজ রাতে বিজেপির বিধায়কদের স্বাক্ষরিত সমর্থনের চিঠি পাবেন। আগামীকাল যখন রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাবেন তখন গেরুয়া পার্টির হাউস নেতা এবং রাষ্ট্রপতিও বিহারের মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন।   এর আগে, সূত্র  কে জানিয়েছিল যে নীতীশ কুমার রবিবার জেডি(ইউ)-বিজেপি জোটের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন এবং বিজেপির প্রবীণ নেতা সুশীল মোদী তাঁর  উপ-পদে ফিরে আসতে পারেন।  অন্যদিকে , বিহার বিজেপির বর্ধিত ওয়ার্কিং কমিটি এবং লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দলও আজ পাটনায়  বিকাল ৪ টায় এবং  ১ টায় বৈঠকের ডাক দিয়েছে। RJD বৈঠক হবে বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের সরকারি বাসভবনে ৫ সার্কুলার রোডে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved