মহানগর ডেস্ক: সকাল থেকেই সাজ সাজ রব রাম মন্দির উদ্বোধন নিয়ে। সেজে উঠেছে অযোধ্যা। প্রশাসনও তৎপর যাতে কোথাও সামান্যতম অশান্তির ঘটনা না ঘটে। গোটা দেশ কড়া নিরাপত্তার চাদরে মোড়া।শুরু থেকেই বিতর্ক ছিল রাম মন্দির উদ্বোধন নিয়ে। পরবর্তীতে এই মন্দির গড়ে উঠছে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক।
নাখোদা মসজিদ এই দিনটিকে ‘সামাজিক উৎসব’ হিসেবেই দেখছে। পাশাপাশি সংখ্যালঘুদের কাছে আবেদন, এই নিয়ে কোনও বিরূপ মন্তব্য কাম্য নয়।যাতে কোনওভাবেই রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে ধর্মীয় আঙ্গিকে দেখা না হয় দেওয়া হয়েছে সেই বার্তা।এদিনটিকে দেখা যেতে পারে বৃহত্তর সামাজিক উৎসবের রূপে, নাখোদা মসজিদ কর্তৃপক্ষের তরফে দেওয়া হয়েছে এই বার্তা।
নাখোদা মসজিদের এক ট্রাস্টি সদস্যের কথা অনুযায়ী ,’রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে একটি সামাজিক উৎসব হিসেবেই দেখার কথা বলব। সমস্ত বিষয় নিয়েই যে সকলকে খুশি হতে হবে তা নয়। কয়েকটি বিষয়ে কারও কারও মনে বিরোধিতা থাকতে পারে। এই ঘটনা কোনওভাবেই তার ব্যতিক্রম নয়। সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে তা তৈরি করা হয়েছে। ভারতের সমস্ত নাগরিককে সুপ্রিম কোর্টের নির্দেশ মানা উচিত।’