Home National প্রয়াত এশিয়ান পেইন্টসের সহ-প্রতিষ্ঠাতা তথা বিলিয়নেয়ার অশ্বিন সূর্যকান্ত দানি

প্রয়াত এশিয়ান পেইন্টসের সহ-প্রতিষ্ঠাতা তথা বিলিয়নেয়ার অশ্বিন সূর্যকান্ত দানি

by Shreya Maji
103 views

নয়াদিল্লি: দেশের সবথেকে নামী  পেইন্ট কোম্পানি হল এশিয়ান পেইন্টস। নাম জানে না এমন কোনও মানুষই নেই সেই এশিয়ান পেইন্টসের সহ-প্রতিষ্ঠাতা অশ্বিন সূর্যকান্ত দানি( Ashwin Dani Dies ) প্রয়াত হয়েছেন। তিনি শুধু  এশিয়ান পেইন্টসের সহ-প্রতিষ্ঠাতাই নন তিনি বিলিয়নারও ছিলেন।

৭৯ বছর বয়সে প্রয়াত হলেন  অশ্বিন সূর্যকান্ত দানি( Ashwin Dani)। দানি ১৯৪৪ সালের ২৬ সেপ্টেম্বর মুম্বইতে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৬ সালে মুম্বই ইউনিভার্সিটি থেকে রসায়নে বিজ্ঞানের স্নাতক সম্পন্ন করেন এবং অ্যাক্রন বিশ্ববিদ্যালয় থেকে রাসায়নিক প্রকৌশলে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যান। তিনি ১৯৬৮ সালে এশিয়ান পেইন্টসে যোগদান করেন যা ১৯৪২ সালে তাঁর বাবা এবং অন্য তিনজন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি ১৯৭০ সালে কোম্পানির বোর্ডে যোগদান করেন এবং ১৯৯৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত কোম্পানির ভাইস চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালকের পদে অধিষ্ঠিত হন।

বিস্তারিত আসছে…

You may also like