Home National কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ের সঙ্গে ধাক্কায় মৃত এক বাইক আরোহী, আহত ২

কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ের সঙ্গে ধাক্কায় মৃত এক বাইক আরোহী, আহত ২

by Mahanagar Desk
30 views

মহানগর ডেস্ক: মধ্যপ্রদেশে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ প্যাটেলের গাড়িবহরের সঙ্গে দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। মন্ত্রীও সামান্য আহত হয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী, যিনি আগামী ১৭ নভেম্বর মধ্যপ্রদেশের নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন, ছিন্দওয়ারা থেকে নরসিংহপুরে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম নিরঞ্জন চন্দ্রবংশী।

তিনি একজন শিক্ষক ছিলেন এবং তার দুই সন্তান – নিখিল নিরঞ্জন (৭) এবং সংস্কার নিরঞ্জন (১০), তিনি ঘটনার দিন সন্তানদের নিয়ে একটি বাইকে করে বাড়ি ফিরছিলেন৷ দুর্ঘটনাস্থলের ভিডিও ফুটেজে খারাপভাবে ক্ষতিগ্রস্ত এসইউভি দেখা গিয়েছে। এক শীর্ষ জেলা আধিকারিক সুধীর জৈন জানিয়েছেন, আহত ব্যক্তিদের নাগপুরে রেফার করা হয়েছে, একজন মৃত নিরঞ্জন চন্দ্রবংশী। মোট ৩ জন আহত এবং তাদের নাগপুরে রেফার করা হয়েছে।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। একজন চিকিৎসক বলেছেন, “আহত একজনের মাথায় আঘাত রয়েছে। একজন ১০ বছরের শিশু আরও গুরুতর এবং ১৭ বছরের যতীন চন্দ্রবংশীরও একটি ফ্র্যাকচার রয়েছে। তিনজনকেই নাগপুরে রেফার করা হয়েছে। নিরঞ্জন চন্দ্রবংশী, ৩৩ বছর বয়সী, মৃত আনা হয়েছিল। বিজেপির বিবেক বান্টি সাহু আহতদের চিকিৎসার তদারকি করতে হাসপাতালে রয়েছেন।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved

Facebook Twitter Youtube Pinterest Linkedin Spotify