Home National উত্তপ্ত জম্মু-কাশ্মীর, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম এক জঙ্গি

উত্তপ্ত জম্মু-কাশ্মীর, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম এক জঙ্গি

by Mahanagar Desk
1 views

নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে নিকেশ হলো এক জঙ্গি। জম্মু-কাশ্মীরের বারামুলায় শনিবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এনকাউন্টারে এক জঙ্গির মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। কাশ্মীর জোন পুলিশ সাবেক টুইটার বর্তমানের এক্স হ্যান্ডেলে সেকথা জানিয়েছে।

কাশ্মীর জোন পুলিশ এক্স হ্যান্ডেলে জানিয়েছে যে, “বারামুলা জেলার উরি, হাতলঙ্গার ফরোয়ার্ড এলাকায় জঙ্গিগোষ্ঠী এবং সেনাবাহিনী এবং বারামুল্লা পুলিশের মধ্যে এনকাউন্টার শুরু হয়েছে।” এরপর জানানো হয়, “একজন জঙ্গি নিহত হয়েছে। জারি রয়েছে তল্লাশি অভিযান”।

এদিকে, জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে চলতে থাকা এনকাউন্টার শনিবার চতুর্থ দিনে পড়েছে। বিকট বিস্ফোরণের শব্দ চারিদিকে। জঙ্গিদের সনাক্ত করতে ড্রোনের মাধ্যমেও নজরদারির ব্যবহার করা হচ্ছে বলে জানা গিয়েছে। হঠাৎই সক্রিয় হয়ে উঠেছে লস্কর জঙ্গিরা। কাঁটাতার পেরিয়ে সীমান্ত দিয়ে জঙ্গি অনুপ্রবেশের ঘটনা বার বার ভেস্তে যাওয়ায়, এ বার অন্য কৌশল নিতে চলেছে পাকিস্তানের জঙ্গি সংঠন লস্কর-ই-তইবা।

জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, বারামুল্লা জেলার উরি, হাতলঙ্গার ফরোয়ার্ড এলাকায় সন্ত্রাসবাদী এবং সেনাবাহিনী এবং বারামুল্লা পুলিশের মধ্যে গুলিবর্ষণ শুরু হয়। অনন্তনাগ জেলায় পাহাড়ি অঞ্চলের বনাঞ্চলে জঙ্গিদের নিষ্ক্রিয় করার জন্য একটি অভিযান চলছে। শনিবার চতুর্থ দিনে আবারও বন্দুকযুদ্ধ শুরু হয়। কাশ্মীর পুলিশ জানিয়েছে যে, শনিবার বারামুল্লা জেলার উরিতে একজন জঙ্গি নিহত হয়েছে এবং অন্যান্য জঙ্গিদের সন্ধানে তল্লাশি এখনও চলছে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved