Home National অর্পিতার সন্তানের দায়িত্ব নিতে চেয়েছিলেন পার্থ! ‘অপা’ রসায়নের নয়া তথ্য ইডির হাতে

অর্পিতার সন্তানের দায়িত্ব নিতে চেয়েছিলেন পার্থ! ‘অপা’ রসায়নের নয়া তথ্য ইডির হাতে

by Mahanagar Desk
46 views

মহানগর ডেস্কঃ পার্থ-অর্পিতার সম্পর্ক নিয়ে এবার নয়া দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। পার্থ অর্পিতার মধ্যে কাকা ভাইজির সম্পর্ক, এমনিই দাবি করেছেন পার্থ’র আইনজীবী । তবে এই সম্পর্ক মানতে রাজি নয় ইডি । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, দু’জনের মধ্যে এমনই রসায়ন ছিল যে, অর্পিতা মুখোপাধ্যায়ের দত্তক নেওয়া সন্তানের দায়িত্ব নিতে চেয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

আসলে মূল মামলাটি ছিল পার্থ চট্টোপাধ্যায়ের জামিন নিয়ে। আর এই মামলা চলাকালীনই ‘কাকু-ভাইজির’ রঙ্গিন রসায়ন তথ্যে ভরে ওঠে   এজলাস।   পার্থ’র আইনজীবীর বক্তব্য, যে পরিমাণ টাকা উদ্ধার হয়েছে, তা অর্পিতার বাড়ি থেকে, সেই টাকার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের কোনও সম্পর্ক নেই। কারণ টাকাটা তাঁর বাড়ি থেকে উদ্ধারই হয়নি। তাহলে কেন জামিন পাবেন না পার্থ। অন্যদিকে, ইডি তাঁদের সওয়াল জবাবে এটাই বারবার বলতে চেয়েছে,যে দু’জনের মধ্যে সম্পর্কের গভীরতা ছিল অত্যন্ত রঙ্গিন। এই বিষয়ে ইডি বেশ কিছু তথ্য প্রমাণ দিয়েছে আদালতে। সেখানে দেখা যায় সন্তান দত্তক নিতে চেয়েছিলেন অর্পিতা, সেই মর্মে ‘নমিনি’ করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। এর অর্থ, অর্পিতার অবর্তমানে, সন্তানের সমস্ত দায়িত্ব নেবেন পার্থ।

এই বিষয়ে ইডির বক্তব্য, যদি সম্পর্কের গভীরতা তীব্র নাই হতো, তাহলে এত বড়ো দায়িত্ব কেন নিয়েছিলেন পার্থ। সম্পর্কের গভীরতার খাতিরেই সেই বিপুল টাকা রাখা ছিল অর্পিতার কাছ। এই মামলার শুনানিতে ইডি-র আইনজীবী মন্তব্য করেছেন, “স্বাধীন ভারতে এমন কোনও ঘটনা দেখা যায়নি, যেখানে ৫৪ কোটিরও বেশি টাকার মালিকানা ছাড়তে দুজনে মারামারি করছেন। দুজনেরই বক্তব্য, এই টাকা তাঁদের নয়।” ইডি-র বক্তব্য, এই বিপুল টাকার উৎস কি, তা সবটাই জানেন পার্থ ও পার্থ ঘনিষ্ট অর্পিতা। তাই তাঁদের মধ্যে কারোরই জামিন পাওয়া উচিত নয়। এ বিষয়ে বিচারপতি বলেন, ‘তাহলে অদূর ভবিষ্যতে নিম্ন আদালতে বিচারপর্ব শেষ হওয়ার কোন সম্ভবনা নেই।’ আগামী ৬ মার্চ এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved