Home National বোমা ফেলে উড়িয়ে দেওয়ার হুমকি, বিপদে পাটনা হাইকোর্ট চত্বর

বোমা ফেলে উড়িয়ে দেওয়ার হুমকি, বিপদে পাটনা হাইকোর্ট চত্বর

বোমা ফেলে উড়িয়ে দেওয়ার হুমকি, বিপদে পাটনা হাইকোর্ট চত্বর

by Mahanagar Desk
47 views

মহানগর ডেস্ক: শুক্রবার পাটনা হাইকোর্ট-সহ দেশের অন্যান্য আদালতকে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। দুষ্কৃতীরা একটি ইমেলের মাধ্যমে পাটনা হাইকোর্টকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। খবর পাওয়া মাত্রই পুলিশ বোমা স্কোয়াডসহ পাটনা আদালতে পৌঁছালে সন্দেহজনক কিছু খুঁজে পায়নি।

এই ঘটনা প্রসঙ্গে ডেপুটি পুলিশ সুপার (আইন-শৃঙ্খলা) কৃষ্ণ মুরারি প্রসাদ বলেছেন যে, আদালতের রেজিস্ট্রার এই হুমকিমূলক ই-মেইল পাওয়ার পরেই পুলিশকে সতর্ক করেছিল। এরপরেই পাটনা পুলিশ বম্ব স্কোয়াড, অ্যান্টি-টেরর স্কোয়াড এবং একটি স্নিফার ডগ স্কোয়াডকে আদালতে পাঠানোর পরে সন্দেহভাজন কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছেন পাটনা পুলিশ প্রধান ডিএসপি।পুলিশ এই মূহুর্তে ই-মেইল ঠিকানা যাচাই করছে।

 

 

You may also like