Home National   চিন সীমান্তের সঙ্গে দূরত্ব কমবে প্রায় ১০ কিমি, বিশ্বের দীর্ঘতম দ্বি-লেনের টানেলের সূচনা করলেন প্রধানমন্ত্রী

  চিন সীমান্তের সঙ্গে দূরত্ব কমবে প্রায় ১০ কিমি, বিশ্বের দীর্ঘতম দ্বি-লেনের টানেলের সূচনা করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী এই টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে ।

by Shreya Maji
18 views

মহানগর ডেস্ক:  সপ্তাহন্তে  ব্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । দিন শুরু করেছেন অসমের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে জঙ্গল সাফারি দিয়েই। সেই সঙ্গেই আজ  অরুণাচল প্রদেশে বিশ্বের দীর্ঘতম দ্বি-লেনের টানেল (সেলা টানেল) উদ্বোধন করেছেন।  অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টানেল তৈরি করতে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয় এই টানেলের জন্য  চিন সীমান্তের সঙ্গে দূরত্ব প্রায় ১০ কিলোমিটার কমে যাবে। সুরক্ষার কারণে এই  টানেল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রী এই টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে । অরুণাচল প্রদেশের ইটানগরে ‘বিকশিত ভারত বিকশিত নর্থ ইস্ট’ প্রোগ্রামে তিনি বিশ্বের দীর্ঘতম দ্বি-লেনের টানেল, সেলা টানেলকে জাতির জন্য উৎসর্গ করেন।

জেনে নিন টানেল সম্পর্কে অজানা তথ্য… 

** সেলা টানেল অরুণাচল প্রদেশের সেলা পাস জুড়ে তাওয়াং-এ সর্ব-আবহাওয়া সংযোগ প্রদানের জন্য একটি ইঞ্জিনিয়ারিং বিস্ময়কর সৃষ্টি।

**   প্রায়  ৮২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত টানেলটি দেশের জন্য কৌশলগত ভাবে  গুরুত্বপূর্ণ।

** ১৩০০০ ফুটেরও বেশি উচ্চতায় নির্মিত।

** বর্ডার রোড অর্গানাইজেশন (BRO) দ্বারা সম্পন্ন, সেলা প্রকল্পে দুটি টানেল এবং একটি সংযোগ সড়ক রয়েছে।

**টানেল 1 হবে 980-মিটার দীর্ঘ একক-টিউব,  টানেল 2 হবে ১,৫৫৫-মিটার   ট্র্যাফিকের জন্য একটি দ্বি-লেন টিউব এবং একটি জরুরি পরিষেবার জন্য ব্যবহার করা হবে।

** দুটি টানেলের মধ্যে সংযোগ সড়ক হবে ১,২০০ মিটার দীর্ঘ।

**টানেলটি তাওয়াং অঞ্চলে সমস্ত ধরনের  আবহাওয়াতেই সংযোগ প্রদান করবে

**টানেলটি চিন-ভারত সীমান্ত বরাবর অগ্রসর অঞ্চলে দ্রুত সৈন্য, অস্ত্র ও যন্ত্রপাতি মোতায়েনের মাধ্যমে এলএসিতে ভারতীয় সেনাবাহিনীর সক্ষমতা বাড়াবে।

** এই টানেল নির্মিত হয়েছে অস্ট্রিয়ান টানেলিং পদ্ধতি ব্যবহার করে ।

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved