মহানগর ডেস্ক: বঙ্গে এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টানা কর্মসূচী রয়েছে। ১ তারিখের পর আজ আবারও বাংলায় এসেছেন নমো মঙ্গলবার সন্ধ্যায় তিনি কলকাতায় পা রেখেছেন। কলকাতায় এসেই প্রধানমন্ত্রী খোঁজ নিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
প্রটোকল মেনেই কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে এসেছিলেন দমকল মন্ত্রী সুজিত বোস। কলকাতার মাটিতে পা দিয়েই মন্ত্রী সুজিতের কাছে নমো জানতে চাইলেন “দিদি কেমন আছেন?” এদিন কলকাতা বিমানবন্দরে বাইরে সাংবাদিকের সঙ্গে কথা বলার সময় সুজিত বোস বলেন, “প্রধানমন্ত্রী নেমেই মুখ্যমন্ত্রী মমতার খোঁজ নিয়েছেন। আমি বলেছি দিদি ভালো আছেন।” সৌজন্য সাক্ষাৎ-এর বাইরে প্রধানমন্ত্রীর সঙ্গে আর তেমন কোনও কথা হয়নি বলেই বঙ্গের মন্ত্রী জানিয়েছেন। জানিয়ে রাখা ভাল, ১ মার্চ কলকাতাতে এসে হুগলীর আরমবাগে সভা করেছিলেন। সেখান থেকেই সন্দেশখালি ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে কড়া ভাষায় কটাক্ষ করেছিলেন। রাজ্যের শাসন ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছিলেন। তারপরেই আবার সন্ধ্যায় মমতার সঙ্গে সাক্ষাৎ করেন। মোদীর সঙ্গে সাক্ষাৎ সেরে মমতা জানিয়েছিলেন, কোনও রাজনৈতিক কথা হয়নি কেবল তাঁরা একসঙ্গে বসে চা খেয়েছেন গল্প করেছেন।
উল্লেখ্য, আগামীকাল বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রথম গঙ্গার নীচ দিয়ে চালু হওয়া মেট্রো রেলের উদ্বোধন করবেন। ৬ ও ৭ মার্চ এই দু দিন রাজ্যে একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। বারাসতে সভা করবেন তিনি। ওই মঞ্চে সন্দেশখালির নির্যাতিতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।