Home National দ্বিতীয়বার পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য শেহবাজ শরিফকে অভিনন্দন জানালেন PM Modi

দ্বিতীয়বার পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য শেহবাজ শরিফকে অভিনন্দন জানালেন PM Modi

জেলে বন্দী  প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সর্বাধিক আসন  জিতলেও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছে। 

by Shreya Maji
53 views

মহানগর ডেস্ক:  দ্বিতীয়বার পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছেন শেহবাজ শরিফ।  যতই শত্রুতা থাকুক সেই সমস্ত কিছু ভুলেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Modi )মঙ্গলবার শেহবাজ শরিফকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন।

 জানিয়ে রাখা ভাল,  শেহবাজ শরিফ  সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন. ভোট কারচুপির অভিযোগে প্রায় এক মাস পর একটি অনিয়মিত নির্বাচনের পর সংকটে থাকা  দেশের দ্বিতীয়বার  দায়িত্বভার গ্রহন করেছেন।   পাক প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে মোদী  তাঁর  এক্স-এ  হ্যান্ডেলে লিখেছেন, “পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার জন্যশেহবাজ শরিফকে  অভিনন্দন।”৮ ফেব্রুয়ারির নির্বাচনে শরীফের পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) দল দ্বিতীয় স্থানে ছিল।  জেলে বন্দী  প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সর্বাধিক আসন  জিতলেও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছে।  তারপরেই যাবতীয় জটিলতা কাটিয়ে সোমবার প্রধানমন্ত্রীর পদে বসেছেন শেহবাজ। সোমবার রাজধানী ইসলামাবাদে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি আরিফ।

উল্লেখ্য, শেহবাজ ২০২২ সালের এপ্রিল থেকে  ২০২৩ সালের আগস্ট পর্যন্ত একই পদে অধিষ্ঠিত ছিলেন, ক্রিকেটার থেকে রাজনীতিবিদ ইমরান খানের স্থলাভিষিক্ত হন তিনি যিনি অনাস্থা ভোটের পরে ক্ষমতাচ্যুত হন। শাহবাজ তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই। শরীফের পাকিস্তান মুসলিম লীগ দল, পিএমএল-এন, সরকার গঠনের জন্য পর্যাপ্ত আসন জিততে পারেনি তবে সংখ্যাগরিষ্ঠতা পেতে অন্যদের  সঙ্গে জোট বেঁধে দ্বিতীয় প্রধানমন্ত্রী হওয়ার পথ  প্রশস্ত করেছে।  শেহবাজপাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI) সমর্থিত প্রার্থী ওমর আইয়ুবকে পরাজিত করে প্রধানমন্ত্রী হওয়ার জন্য সংসদে ২০১টি ভোট পান।

You may also like