HomeNationalঘুরতে গিয়ে মর্মান্তিক বাস দুর্ঘটনায় মৃত ৯, শোকপ্রকাশ করে ক্ষতিপূরণ ঘোষণা করলেন...

ঘুরতে গিয়ে মর্মান্তিক বাস দুর্ঘটনায় মৃত ৯, শোকপ্রকাশ করে ক্ষতিপূরণ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

- Advertisement -

মহানগর ডেস্ক: শনিবার ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৯ জনের। আহত হয়েছেন আরও অনেকজন।  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী   তামিলনাড়ুর বাস দুর্ঘটনায় মৃত্যু নিয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন।

প্রধানমন্ত্রী নিহতদের প্রত্যেককে ২ লাখ টাকা করে সাহায্যের ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী শোকপ্রকাশ করে বলেছেন, “তামিলনাড়ুর নীলগিরি  জেলার কুনুরের কাছে একটি বাস দুর্ঘটনায় প্রাণহানি  বেদনাদায়ক। আমার  সমবেদনা শোকাহত পরিবারের  সঙ্গে রয়েছে। আমি প্রার্থনা করি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।PMNRF থেকে  প্রত্যেক মৃতের আত্মীয়কে ২ লক্ষের  ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদের ৫০ হাজার টাকা দেওয়া হবে।”

প্রসঙ্গত, চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে শনিবার টেনকাসিগামী একটি পর্যটন বাস একটি খাদে পড়ে  যায়।  নিহতরা  ভ্রমণের জন্য পার্বত্য এলাকায় এসেছিল এবং ঘুরে বাড়ি ফেরার সময় দুর্ঘটনা ঘটে।

Most Popular