Home National নজরে কংগ্রেস শাসিত ছত্তিশগড়, রাজ্যে পৌঁছেই দন্তেশ্বরী মন্দিরে পুজো দিলেন PM Modi

নজরে কংগ্রেস শাসিত ছত্তিশগড়, রাজ্যে পৌঁছেই দন্তেশ্বরী মন্দিরে পুজো দিলেন PM Modi

by Shreya Maji
2 views

মহানগর ডেস্ক: আগামী বছর লোকসভা নির্বাচনের আগেই রয়েছে ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচন। ২৪-এর ভোটে আসন সংখ্যা  বৃদ্ধি করতে বিজেপির নজরে রয়েছে কংগ্রেস শাসিত এই রাজ্য। ময়দানে নেমেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ মঙ্গলবার ছত্তিশগড়ে একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তবে তার আগে ছত্তিশগড়ে পৌঁছানোর পর জগদলপুরের বস্তারে দান্তেশ্বরী মন্দিরে(Danteshwari Temple) প্রার্থনা করেছেন, দিয়েছেন পুজোও।

দেবী দন্তেশ্বরীকে উত্সর্গীকৃত মন্দিরটি ভারত জুড়ে ছড়িয়ে থাকা ৫২টি শক্তিপীঠের মধ্যে একটি। বহু মানুষই আসেন এই মন্দিরে পুজো দিতে। কংগ্রেস শাসিত রাজ্যজুড়ে  একাধিক প্রকল্পের উদ্বোধনের আগে সেই মন্দিরেই গেলেন প্রধানমন্ত্রী।  জানিয়ে রাখা ভাল, বস্তার সফরের সময়, প্রধানমন্ত্রী নাগারনারে জাতীয় খনিজ উন্নয়ন কর্পোরেশনের (NDMC) সমন্বিত ইস্পাত কারখানার উদ্বোধন করতে আদিবাসীদের কেন্দ্রস্থল পরিদর্শন করবেন, একটি সরকারী বিবৃতিতে এমনটাই বলা হয়েছে।

এছাড়াও, সরকারী বিবৃতি অনুসারে, প্রধানমন্ত্রী  ২৬ হাজার কোটিরও বেশি মূল্যের রাজ্যে বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। নগরনারে NMDC স্টিল লিমিটেডের স্টিল প্ল্যান্ট হাজার হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ দেবে বলে আশা করা হচ্ছে। যা বস্তারকে বিশ্বের ইস্পাত মানচিত্রে স্থাপন করবে এবং এই অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নকে উত্সাহিত করবে। রাজ্যে ভোটের আগেই প্রকল্প দিয়েই কংগ্রেসকে মাত দিতে চাইছে বিজেপি, এমনটাই বলছে রাজনৈতিক মহলের একাংশ।  তাছাড়াও প্রধানমন্ত্রী আন্তাগড় এবং তারকির মধ্যে একটি নতুন রেললাইন এবং জগদলপুর ও দান্তেওয়ারার মধ্যে একটি রেললাইন দ্বিগুণ প্রকল্পও উত্সর্গ করবেন। তিনি অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে বরিদন্ড-সুরাজপুর রেললাইন দ্বিগুণ প্রকল্প এবং জগদলপুর স্টেশনের পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রী এদিন তারকি – রায়পুর ডেমু ট্রেন সার্ভিসের সূচনা  করবেন।

You may also like