মহানগর ডেস্ক: সপ্তাহ শেষ হলে কি হবে গোটা বিশ্বেরর নজর রয়েছে ভারতের দিকে। চলতি বছরে ভারতে বসেছে G20 শীর্ষ সম্মেলনে আসর। রাষ্ট্রনেতারা ইতিমধ্যেই ভারতে এসে পৌঁছেছেন। সেজে উঠেছে দিল্লির প্রগতি ময়দান। সকাল সকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী G20 শীর্ষ সম্মেলনে শীর্ষ বিশ্ব নেতাদের স্বাগত জানানোর পরেই বৈঠকের শুভ সূচনা করে দিয়েছেন। সেই সঙ্গেই গোটা বিশ্বের উদ্দেশ্যে দিয়েছেন বিশেষ বার্তা। সবথেকে নজরকাড়া বিশেষ যেটা তা হল প্রধানমন্ত্রীর নেমপ্লেট ‘ইন্ডিয়া’-এর পরিবর্তে ‘ভারত’ লেখা হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ, G20 শীর্ষ সম্মেলনে শীর্ষ বিশ্ব নেতাদের স্বাগত জানানোর পর, “বিশ্বব্যাপী আস্থার ঘাটতি” কে আস্থার সম্পর্কে পরিণত করার আহ্বান জানিয়েছেন৷ তার পরেই পরেই বিশ্ব নেতাদের করতালির মধ্যে প্রধানমন্ত্রী মোদী আফ্রিকান ইউনিয়নকে স্বাগত জানিয়েছেন। আনুষ্ঠানিকভাবে G20-এর কার্যক্রম শুরু করার আগে, প্রধানমন্ত্রী মরক্কোতে ভূমিকম্পে প্রায় ৩০০ জনের প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন। তিনি বলেছেন, “আমরা প্রার্থনা করি যে সকল আহতরা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। ভারত এই কঠিন সময়ে মরক্কোকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।” এদিন প্রধানমন্ত্রী বলেছেন, কোভিড-পরবর্তী সময়ে বিশ্ব আস্থার ঘাটতিতে ভুগছে এবং (ইউক্রেন) যুদ্ধ এটিকে আরও গভীর করেছে। তারপরেই বিশ্বব্যাপী ভালোর জন্য সকলকে একসঙ্গে চলার আহ্বান জানিয়েছেন।
অনুষ্ঠানের সূচনা করে মোদী বলেছেন, “আমরা এমন সময়ে বাস করি যখন পুরানো সমস্যাগুলি উত্তর খুঁজছে, এবং আমাদের মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির সাথে আমাদের দায়িত্ব পালন করতে হবে। ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রার্থনা’ ধারণাটি বিশ্বের জন্য একটি পথপ্রদর্শক হতে পারে। ভারতের G20 সভাপতিত্ব দেশের ভিতরে এবং বাইরে উভয় ক্ষেত্রেই অন্তর্ভুক্তির প্রতীক হয়ে উঠেছে।”