Home Kolkata আহত মমতা, দ্রুত আরোগ্য কামনা করে ট্যুইট প্রধানমন্ত্রী মোদীর

আহত মমতা, দ্রুত আরোগ্য কামনা করে ট্যুইট প্রধানমন্ত্রী মোদীর

by Shreya Maji
271 views

মহানগর ডেস্ক: বৃহস্পতিবার পড়ে গিয়ে কপালে চোট পান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে দ্রুত নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখানেই তাঁর চিকিৎসা করা হয়। এই খবর পেয়েই টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী টুইট করে লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোাধ্যায়ের দ্রুত সুস্থতা কামনা করছি। সমস্ত মহল থেকেই মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী খুব দ্রুত সেরে উঠুন এই প্রার্থনা করেছেন সকলে। বাড়িতে পা পিছলে পরে গুরুতর আহত হন মমতা । তৃনমূল  সুত্রের খবর বাড়িতে বৈঠক করে পাশের ঘরে যেতে গিয়ে পা পিছলে পরে যান তিনি৷ কপালে ফেটে যায়। এর পরই রক্তাক্ত মুখ্যমন্ত্রীর সেই ছবি পোস্ট হয় স্যোশাল মিডিয়ায় তৃণমূলের ফেসবুক পেজ থেকে যা নিয়ে সমালোচনার ঝড় ও ওঠে। মুখ্যমন্ত্রীর রক্তাক্ত ছবি পোস্ট করার বিরোধীতা করেছেন নেটিজনেরা।

দুর্ঘটনার পরেই  গ্রীন করিডোর করে মুখ্যমন্ত্রী কে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে প্রথামিক চিকিৎসার পর  ছেড়ে দেওয়া হয়েছে। তাঁর  মাথায়  চারটি সেলাই দেওয়া হয়েছে।

উল্লেখ্য, দুর্ঘটনার খবর মুহুর্তে স্যোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর প্রথমে রটে যায় পথ দুর্ঘটনায় আহত হয়েছেন মুখ্যমন্ত্রী। যদিও পরে তৃণমূলের সুত্র থেকে জানা যায় যে বাড়িতেই পরে আঘাত পেয়েছেন তিনি। সাথে এ প্রশ্ন ও ওঠে নিরাপত্তার বলয়ে থাকা মুখ্যমন্ত্রী কিভাবে বার বার দুর্ঘটনার কবলে পরে চোট পাচ্ছেন। তবে কি নিরাপত্তায় কোনো বড় গাফিলতি আছে?? মুখ্যমন্ত্রীর চোট নিয়ে উদ্বীগ্ন গোটা রাজ্যবাসী।

 

You may also like