Home National Ram Temple Consecration: এক নজরে দেখে নিন অযোধ্যা সফরে PM Modi-র সম্পূর্ণ সময়সুচি

Ram Temple Consecration: এক নজরে দেখে নিন অযোধ্যা সফরে PM Modi-র সম্পূর্ণ সময়সুচি

by Shreya Maji
31 views

মহানগর ডেস্ক: অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে।  আর কিছু মুহূর্ত পরেই উদ্বোধন হতে চলেছে বহু প্রতীক্ষিত রাম মন্দির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই হবে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা। ইতিমধ্যে রাম মন্দিরে আমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করে দিয়েছেন। আজ সোমবার বিশেষ ভূমিকায় দেখা যাবে নমোকে। এক নজরে দেখে নিন PM Modi-র সম্পূর্ণ সময়সুচি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ অযোধ্যায় রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা বা অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন। প্রধানমন্ত্রী মোদি গত 11 দিন ধরে কঠোর আচার-অনুষ্ঠান পালন করে এবং মহাকাব্য রামায়ণের সাথে সম্পর্কিত মন্দির পরিদর্শন করে মেগা অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিয়েছেন।  দুপুরের পর থেকে শুরু হওয়া পবিত্রতার আচারে অংশ নিতে সোমবার সকালে প্রধানমন্ত্রী দিল্লি থেকে অযোধ্যার উদ্দেশে বিমানে  রওনা দেবেন ।

  প্রধানমন্ত্রী মোদীর ৬ ঘণ্টার অযোধ্যা সফরের  সম্পূর্ণ সময়সূচী  :
9.05am: প্রধানমন্ত্রী মোদী দিল্লি বিমানবন্দর থেকে রওনা হলেন
10.30am: অযোধ্যা বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী মোদী
10.45am: অযোধ্যা হেলিপ্যাডে পৌঁছবেন প্রধানমন্ত্রী মোদী
10.55am: রাম জন্মভূমিতে পৌঁছবেন প্রধানমন্ত্রী মোদী
12.20pm: মন্দির অভিষেকের আচার শুরু হবে
12.29pm: প্রাণ প্রতিষ্টার অন্তিম আচার করা হবে
12.55pm: প্রধানমন্ত্রী মোদী অনুষ্ঠানস্থল থেকে প্রস্থান করবেন
1.15pm: প্রধানমন্ত্রী মোদী,   মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মোহন ভাগবত জনসভায় ভাষণ দেবেন
2.10pm: কুবের তিলা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী মোদী
2.35pm: অযোধ্যা হেলিপ্যাডে পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদী
3.05pm: অযোধ্যা থেকে রওনা  হবেন 
4.25pm: দিল্লি বিমানবন্দরে পৌঁছান

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved