Home National অন্য লুকে জঙ্গল সাফারিতে প্রধানমন্ত্রী, এই প্রথম কাজিরাঙায় পা মোদীর

অন্য লুকে জঙ্গল সাফারিতে প্রধানমন্ত্রী, এই প্রথম কাজিরাঙায় পা মোদীর

by Shreya Maji
19 views

মহানগর ডেস্ক:   দেশের প্রধানমন্ত্রী বলে ঘোরার শখ থাকবে না তা বললে কি হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাই মাঝে মধ্যেই কাজের ফাঁকে নিজেকেও বেশ কিছুটা সময় দেন। এবার সময় বের করে গেলেন জঙ্গল সাফারিতে। একেবারে অন্য লুকে জিপে করে ঘুরে দেখলেন জঙ্গলের প্রাকৃতিক দৃশ্য। কোথায় গিয়েছেন মোদী এই কৌতূহল জাগছে স্বাভাবিক ভাবেই। আর অপেক্ষা না করিয়ে জানিয়ে দেওয়াই ভাল, মোদী গিয়েছেন  অসমের কাজিরাঙা ন্যাশনাল পার্ক ও টাইগার রিজার্ভ সফরে। এই প্রথম তিনি কাজিরাঙা গেলেন।

শনিবার একেবারে অন্য মেজাজে ধরা দিয়েছেন প্রধানমন্ত্রী। ক্যামোফ্লাজ প্রিন্টের জামা, হাতে ক্যামেরা , মাথায় টুপি পরে জঙ্গলের মধ্যে দেখা গেল  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এমনকি তিনি হাতির পিঠে চড়েছেন। আধিকারিকদের মতে, প্রধানমন্ত্রী মোদI প্রথমে পার্কের সেন্ট্রাল কোহোরা রেঞ্জের মিহিমুখ এলাকায় হাতি সাফারি  করেন এবং তারপর একই রেঞ্জের ভিতরে জিপ সাফারি করেছেন। তা ছাড়াও নমো  হাতিদের আখও খাওয়ান।  মোদী তাঁর ‘X’ হ্যান্ডেলে লিখেছেন, “কাজিরাঙ্গার প্রাকৃতিক দৃশ্যের অতুলনীয় সৌন্দর্য। লখিমাই, প্রদ্যুম্ন এবং ফুলমাইকে আখ খাওয়ানো। কাজিরাঙ্গা গন্ডারের জন্য পরিচিত কিন্তু সেখানে আরও বেশ কয়েকটি প্রজাতির পাশাপাশি প্রচুর পরিমাণে হাতি রয়েছে।” সেই সঙ্গেই জঙ্গল সাফারির ছবি শেয়ার করেছেন।

এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন, পার্কের পরিচালক সোনালী ঘোষ ও অন্যান্য ঊর্ধ্বতন বন কর্মকর্তারা। রাজ্যে দুদিনের সফরে শুক্রবার সন্ধ্যায় কাজিরাঙ্গায় পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভাল,  কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, একটি ইউনেস্কো স্বীকৃতি প্রাপ্ত বিশ্ব ঐতিহ্যবাহী যা আইকনিক  ভারতীয় এক শিংওয়ালা গন্ডারের জন্য বিখ্যাত। উদ্যানটি ঘন বন, সুউচ্চ এলিফ্যান্ট গ্রাস,   নলখাগড়া, জলাভূমি এবং অগভীর পুকুর নিয়ে সৌন্দর্য বৃদ্ধি করে চলেছে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved