Home National আজ দিল্লিতে পলিটব্যুরোর বৈঠক! প্রার্থী তালিকার প্রকাশ কবে?

আজ দিল্লিতে পলিটব্যুরোর বৈঠক! প্রার্থী তালিকার প্রকাশ কবে?

কাঁথিতে বামফ্রন্টের সভায় ১৩ বছর পর উপচে পড়লো বাম কর্মী সমর্থকদের ভিড়।

by Pallabi Sanyal
32 views

মহানগর ডেস্ক : হাইভোল্টেজ রবিবার। একদিকে তৃণমূলের জনগর্জন সভা থেকে লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণার সম্ভাবনা। অন্যদিকে, ইতিমধ্যেই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করে ফেলেছে বিজেপি। কি খবর বামেদের? কবে প্রার্থী তালিকা প্রকাশ করবে তারা? রবিবারই দিল্লিতে পলিটব্যুরোর মিটিং রয়েছে। থাকবেন সূর্যকান্ত মিশ্র সহ শীর্ষ নেতৃত্বরা।

প্রসঙ্গত, কাঁথিতে বামফ্রন্টের সভায় ১৩ বছর পর উপচে পড়লো বাম কর্মী সমর্থকদের ভিড়। উড়লো কাস্তে-হাতুড়ি প্রতীকের ঝান্ডা। আর সেই সভা থেকেই প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে সূর্যকান্ত মিশ্র বলেন, ‘রবিবার আমি যাচ্ছি দিল্লতে। পলিটব্যুরোর মিটিং আছে। সোমবার রাতের মধ্যে ফিরব, তার মধ্যে যা হওয়ার হয়ে যাবে।’এদিকে মুর্শিদাবাদ থেকে মহম্মদ সেলিমকে প্রার্থী করা হতে পারে বলে যে জল্পনা তৈরি হয়েছে সে বিষয়ে সূর্যকান্ত মিশ্র বলেন, ‘এখন প্রার্থী তালিকা হচ্ছে না, দিল্লি যাচ্ছি। এটা তো খালি পশ্চিমবাংলার নির্বাচন নয়, সারা দেশের ব্যাপার ঠিক করতে হয়, পলিটব্যুরোর মিটিং আছে, সেখান থেকে যা ঘোষণা হওয়ার হবে। তারপর আমাদের বামফ্রন্টের আছে।’

উল্লেখ্য, কাঁথি মূলত অধিকারীদের গড় হিসেবেই পরিচিত। শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দুও এখন বিজেপিতে। শাসকদলও চাইবে কাঁথির দখল নিতে। কাঁথির সভা যেভাবে বামেদের অক্সিজেন জুগিয়েছে তাতে হাইভোল্টেজ এই লোকসভা কেন্দ্র নিয়ে আরো কৌতূহলের সৃষ্টি হচ্ছে মানুষের মধ্যে।

You may also like