Home National চাঁদের বুকে নিদ্রায় চন্দ্রযান-৩ রোভার, আবার জাগবে কবে….

চাঁদের বুকে নিদ্রায় চন্দ্রযান-৩ রোভার, আবার জাগবে কবে….

by Mahanagar Desk
2 views

মহানগর ডেস্ক: তবে কি চিরনিদ্রায় রোভার প্রজ্ঞান! ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) তার এক্স হ্যান্ডেলে জানিয়েছে, চন্দ্রযান-৩ মিশনের রোভার প্রজ্ঞান তার কার্যভার সম্পন্ন করেছে। রোভারটিকে নিরাপদে চন্দ্রপৃষ্ঠে দাঁড় করানো হয়েছে এবং স্লিপ মোডে রাখা হয়েছে। ISRO তাদের X হ্যান্ডেলে একটি পোস্টে একথা জানিয়েছে।

আরও পড়ুন:রাজ্যে বজ্রাঘাতের বলি ১০! আহত ৩

ইসরো জানিয়েছে, সেঞ্চুরি করেছে প্রজ্ঞান। চাঁদের দক্ষিণ মেরুতে ১০০ মিটার পথ অতিক্রম করে ফেলেছে রোভার প্রজ্ঞান। গুটি গুটি পায়ে এই ক’দিনেই বেশ অনেকটা দূরত্ব পার করে ফেলেছে। এবার তার বিশ্রামের পালা। চাঁদের বুকে রাত নামতেই নিদ্রা যাবে রোভার প্রজ্ঞান।

ইসরোর চেয়ারম্যান এস সেমনাথ জানান, রাত হলেই চাঁদের তাপমাত্রা মাইনাস ২০০ ডিগ্রিতে পৌঁছে যাওয়ার সম্ভবনা আছে। এই প্রবল ঠাণ্ডায় যাতে ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান যাতে ঠিক থাকে, তাই স্লিপ মোডে পাঠিয়ে দেওয়া হবে। APXS এবং LIBS পেলোডগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। ১৪ দিন পর আবার সূর্য উঠলে, চাঁদে ফের কাজ শুরু করবে রোভার। বিজ্ঞানীদের আশা, প্রবল ঠাণ্ডায় যদি ল্যান্ডার ও রোভার ঠিক থাকে, তবে আরও ১৪ দিন কাজ করতে পারবে।

আরও পড়ুন: ঝেঁপে বৃষ্টি আসছে রবিবার, রইল আবহাওয়ার আপডেট…

ISRO জানিয়েছে, “বর্তমানে, ব্যাটারিটি সম্পূর্ণভাবে চার্জ করা হয়েছে। আশা করা জয়, সৌর প্যানেলটি আগামী ২২ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে পরবর্তী সূর্যোদয়ের সময় আলো পেতেই জেগে উঠবে। রিসিভারটি চালু রাখা হয়েছে”। “আরেকটি অ্যাসাইনমেন্টের জন্য একটি সফল জাগরণ আশা করছি। অন্যথায়, এটি চিরকাল ভারতের চন্দ্র দূত হিসাবে সেখানে থাকবে,” জানিয়েছে মহাকাশ সংস্থা।

২৬-কেজি ওজনের, ছয় চাকার, সৌর-চালিত রোভার প্রজ্ঞান দক্ষিণ মেরু অঞ্চলে যেখানে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম স্পর্শ করেছিল, সেখানে চন্দ্রের মাটি এবং শিলাগুলি কোন তা রেকর্ড করতেই বৈজ্ঞানিক যন্ত্রগুলি সাজানো হয়েছে। এবার অপেক্ষা আগামী ২২ সেপ্টেম্বরের। ওইদিন ফের সূর্যের আলো পড়বে চাঁদের বুকে। সে সময় যদি রোভারের গায়ে যুক্ত সোলার প্যানেল আবারো কাজ করতে শুরু করে তবেই ঘুম ভাঙবে প্রজ্ঞানের।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved