নয়াদিল্লি: ৭৩ বছরে পদার্পণ করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা এবং রাজনীতিবিদরা। আজ থেকে ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী পর্যন্ত সারা দেশ জুড়ে “সেবা পক্ষকাল” নামক এক কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি নেতৃত্ব। বিজেপির প্রধান নেতার জন্মদিন উপলক্ষে দেশ জুড়ে বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগের পাশাপাশি সমাজের বিভিন্ন অংশের মানুষের কাছে পৌঁছানোর উদ্যোগ গ্রহণ করেছে বিজেপি কর্মী সমর্থকরা।
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, তিনি কামনা করেন যে, প্রধানমন্ত্রী মোদী তাঁর দূরদর্শিতা এবং বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে ‘অমৃত কাল’ চলাকালীন প্রতিটি ক্ষেত্রে ভারতের উন্নয়নের পথ প্রশস্ত করবেন। নতুন ভারতের স্থপতি হিসাবে তাঁর প্রশংসা করে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “তিনি দেশের প্রাচীন ঐতিহ্যের ভিত্তিতে একটি মহান এবং স্বনির্ভর ভারতের একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করেছেন।” তিনি আরোও বলেন, ” দলীয় সংগঠন হোক বা সরকার, আমরা সর্বদা মোদীজির কাছ থেকে সর্বোত্তম জাতীয় স্বার্থের অনুপ্রেরণা পাই”। তিনি এমন একজন মানুষ, যাঁর অধীনে দেশের সেবা করাকে নিজের সৌভাগ্য বলে মনে করেন কর্মীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়ে বিজেপি সভাপতি জেপি নাড্ডা এক্স হ্যান্ডেলে লেখেন, “প্রধানমন্ত্রী ভারতীয় সংস্কৃতির বৈশ্বিক প্রতিপত্তি, জনগণের বহুমাত্রিক উন্নয়ন এবং দেশের সর্বজনীন অগ্রগতিকে বাস্তব রূপ দিয়েছেন। আমাদের লক্ষ্য “অন্ত্যোদয়” (সবচেয়ে দরিদ্রদের উত্থান) প্রতিটি গ্রামে এবং সমাজের প্রতিটি বিভাগে পৌঁছেছে এবং একটি উন্নত ভারত গড়ার সংকল্পের মন্ত্র হয়ে উঠেছে”।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এবং সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, “মোদীজি ভারতকে শুধু একটি নতুন পরিচয়ই দেননি, বিশ্বে তার মর্যাদাও বৃদ্ধি করেছেনপ্রধানমন্ত্রী ভারতের উন্নয়নকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন”। নিজের জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্প চালু করবেন। রবিবার ‘বিশ্বকর্মা জয়ন্তীর দিনে “পিএম বিশ্বকর্মা” নামক প্রকল্প চালু করবেন তিনি। মূলত শিল্পী এবং কারিগরের জন্যই এই প্রকল্প।