বিক্রম ব্যানার্জী: গত লোকসভায় রায়বেরিলি ও ওয়েনাড এই দুই আসন থেকে লড়ে জয় পেয়েছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তবে ওয়েনাড আসনটি ছেড়ে তিনি রায়বেরিলির সাংসদ হিসেবে শপথ নেন। এবার দাদার ছেড়ে দেওয়া সেই আসন থেকেই লড়বেন বোন প্রিয়ঙ্কা। বুধবারই সেই মতো মনোনয়নপত্র জমা দিয়ে এসেছেন তিনি। সঙ্গে ছিলেন মা সোনিয়া গান্ধী, দাদা রাহুল ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। 13 নভেম্বর রয়েছে ওয়েনাডের উপনির্বাচন। আর তাতে জিততে পারলেই গান্ধী পরিবার থেকে ভারতীয় সংসদের তৃতীয় সদস্য হিসেবে শপথ নেবেন প্রিয়ঙ্কা।
ওয়েনাড আসন থেকে লড়ছেন প্রিয়ঙ্কা
মনোনয়নপত্র জমা দেওয়ার আগে মঙ্গলবার মা ও দাদাকে নিয়ে কর্ণাটকের মহীশূরে থেকে প্রায় 140 কিলোমিটার ভেতরে ওয়েনাডে যান প্রিয়ঙ্কা। সেখানে গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলেন তিনি। তারপরই ফিরে এসে বুধবার রোড শো করে মনোনয়নপত্র জমা দিলেন কংগ্রেস নেত্রী। সেই সাথে, দীর্ঘদিনের রাজনীতি জীবনে পরোক্ষভাবে থাকার তকমা ঘুচিয়ে একেবারে সরাসরি রাজনীতির লড়াইয়ে পা রাখলেন সোনিয়া কন্যা। প্রথমবারের মতো দাদার ছেড়ে দেওয়া আসন থেকে ভোট যুদ্ধে লড়ার জন্য একেবারে প্রস্তুত প্রিয়ঙ্কা। পাশাপাশি রয়েছে জয়ের তুমুল ইচ্ছাও। বলা বাহুল্য, ওয়েনাডে উপ নির্বাচনী আসন থেকে প্রিয়ঙ্কা মূলত ভারতীয় কমিউনিস্ট পার্টির (LDF) সত্যান মোকেরি এবং ভারতীয় জনতা পার্টির (BJP) নভ্যা হরিদাসের সাথে লড়াই করবেন।
উল্লেখ্য, আসন্ন উপ নির্বাচনে প্রিয়াঙ্কা গান্ধীর ওপর পূর্ণ আস্থা রেখে গতকালই নিজের এক্স স্যান্ডেল থেকে বিবৃতি প্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এদিন সমাজ মাধ্যমে তিনি জানান, তার হৃদয়ে ওয়েনাডের মানুষ বিরাট জায়গা জুড়ে রয়েছে। তিনি মনে করেন ওয়েনাড আসনে প্রিয়াঙ্কার থেকে ভাল প্রার্থী আর কেউ হতেই পারেন না। রাহুলের বিশ্বাস, নিজের মতো করে ওয়েনাডের মানুষের যাবতীয় প্রয়োজন ও সমস্যার কথা সংসদে তুলে ধরবেন এবং সেগুলি মেটাবেন প্রিয়ঙ্কা।
আরও পড়ুন: আবারও হ্যাটট্রিক লিওনেল মেসির, 6-2 গোলে পরাস্ত নিউ ইংল্যান্ড