মহানগর ডেস্ক: আর্থিক দুর্নীতির মামলায় অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব সহ দিল্লির ১২টি জায়গায় তল্লাশি চালাল ইডি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব বিভাব কুমার এবং আম আদমি পার্টির (AAP) সঙ্গে যুক্ত নেতাদের বাড়িতে তল্লাশি চালিয়েছে বলেই জানা গিয়েছে সরকারী সূত্র অনুসারে।
ইডির কর্তারা তল্লাশি চালাচ্ছেন বিভাব কুমার সহ দিল্লির জল বোর্ডের প্রাক্তন সদস্য শলভ কুমার সহ অন্যদের বাড়িতে । সূত্রের খবর ইডি-র গোয়েন্দারা কয়েকটি দলে ভাগ হয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছেন । অর্থ তছরূপের মামলাতেই এই তল্লাশি বলে খবর মিলেছে। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI) দ্বারা নথিভুক্ত একটি এফআইআর-এর ভিত্তিতে ইডি তদন্ত শুরু করেছে যাতে দিল্লি জল বোর্ডে (DJB) দুর্নীতি এবং ঘুষ সংক্রান্ত অপরাধ ছিল।
বিভাব কুমার এবং প্রাক্তন দিল্লি জল বোর্ডের সদস্য শলভ কুমার ছাড়াও আরও কয়েকজন আপ নেতারর বাড়িতে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। জানিয়ে রাখা ভাল, এই দুর্নীতি মামলায় একের পর এক জিনিস নিয়ে চাপ বাড়ছে কেজরিওয়ালের। আবগারি দুর্নীতি দিয়ে শুরু হয়েছে অভিযান। ইতিমধ্যেই আপের বেশ কয়েকজন নেতা গ্রেফতার হয়েছেন। রয়েছেন তিহার জেলে।