HomeNationalProtocol Breach In Delhi: প্রোটোকল ভেঙে জো বাইডেনের কনভয় ঢুকে পড়ল অন্য...

Protocol Breach In Delhi: প্রোটোকল ভেঙে জো বাইডেনের কনভয় ঢুকে পড়ল অন্য হোটেলে!

- Advertisement -

মহানগর ডেস্ক: রাজধানীতে প্রোটোকল (Protocol Breach In Delhi) ভেঙে তাজ হোটেলে ঢুকে পড়ল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কনভয়। ওই হোটেলে রয়েছেন সৌদি আরবের যুবরাজ। নিরাপত্তা রক্ষীরা এই ঘটনায় রীতিমতো ব্যস্ত হয়ে ওঠেন। প্রোটোকল ভাঙায় জি-টুয়েন্টিতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যায়। তবে কনভয়ের চালককে জিজ্ঞেস করে নিরাপত্তা রক্ষীরা জানতে পারেন বাইডেনের হোটেলে যাওয়ার আগে অন্য কয়েকজনের যাত্রীকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কনভয়ের চালক।

চালক পুলিশকে জানায় তাঁকে আইটি মৌর্য, যেখানে জি-টুয়েন্টি সম্মেলেন যোগ দিতে এসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রয়েছেন, সেখানে সকাল সাড়ে নটায় যেতে বলা হয়েছিল। হাতে সময় ছিল বলে একজন যাত্রী তাঁকে তাজ বেঙ্গলে নিয়ে যাওয়ার অনুরোধ করেছিল। সে কারণে সে সকাল আটটা নাগাদ কনভয় নিয়ে সেখান যায়। ওই যাত্রী সকাল আটটায় তাজ বেঙ্গলে যাওয়ার কথা বলেছিলেন।

হোটেল তাজে কনভয় পৌঁছনোর পর তাদের আটকায় নিরাপত্তা রক্ষীরা। চালক জানায় সে নিরাপত্তা প্রোটোকল জানতো না। জেরার পর নিরাপত্তা রক্ষীরা তাকে জো বাইডেনের কনভয় থেকে সরিয়ে দেয়। জি-টুয়েন্টি সম্মেলনে যোগ দিতে বিশ্বের শীর্ষ রাষ্ট্রনেতারা রয়েছেন দিল্লিতে। সম্মেলনে একাধিক বৈঠক ও দ্বিপাক্ষিক আলোচনায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার হওয়ার কথা। বিশ্ব রাষ্ট্রনেতাদের নিরাপত্তায় ফাইটার জেট, ড্রোন ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।

 

Most Popular