HomeNationalRahul As Red Coolie: মাথায় বোঝা নিয়ে লাল কুলিদের পোশাক পরে দিল্লির...

Rahul As Red Coolie: মাথায় বোঝা নিয়ে লাল কুলিদের পোশাক পরে দিল্লির রেলস্টেশনে রাহুল গান্ধী, ভাইরাল ভিডিও!

- Advertisement -

মহানগর ডেস্ক: জনতার পাশে, জনতার কাছে।

পরনে লাল রঙের কুলির পোশাক। হাতে রাখা বোঝা মাথায় তুলে নিয়ে লালকুলির পোশাক পরা কুলিদের  ভিড়ের মধ্যে হেঁটে চলেছেন তিনি (Rahul As Red Coolie)। বুকে আঁটা রয়েছে কুলির ব্যাজ। রাজধানীর আনন্দবিহার রেল স্টেশনের সামনে লাল কুলির পোশাক করা কুলিদের সঙ্গে তাঁর হেঁটে চলার দৃশ্য সারাদিনই ঘুরপাক খেল সোশ্যাল মিডিয়ায়। তিনি মানে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, এর আগে ট্রাক চালকদের সঙ্গে ট্রাকে বসেও তাঁকে যেতে দেখা গিয়েছিল। এদিন তাঁকে লাল কুলির পোশাক পরে মাথায় বোঝা নিয়ে হাঁটার সময় রাহুল গান্ধী জিন্দাবাদ শ্লোগান শোনা যায়।

আরেকটি ক্লিপে দেখা যায় কংগ্রেস সাংসদ হাতে কুলিদের ব্যাজ পরে লাল জামা পরে হেঁটে চলেছেন। কংগ্রেস সূত্রের খবর কুলিদের সমস্যা নিয়ে রাহুল এদিন আনন্দবিহার রেলস্টেশনে পৌঁছন। সেখানে এসে কুলিদের পোশাক পরে ও হাতে ব্যাজ লাগিয়ে তাদের ভিড়ে মিশে গেলেন তিনি। এক্সে কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে সাধারণ মানুষের নেতা রাহুল গান্ধী এদিন দিল্লির আনন্দ বিহার রেলস্টেশনে এসে রেলকুলিদের সঙ্গে দেখা করেন। সম্প্রতি একটি ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যায় রেলস্টেশনের কুলিরা তাঁর সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করছেন। আজ রাহুল এখানে তাদের সঙ্গে দেখা করে সমস্যার কথা শোনেন। ভারত জোড়ো যাত্রা চলবে।

যুব কংগ্রেসের সভাপতি শ্রীনিবাস বিভি-ও রেলস্টেশনে ব্যাগ মাথায় নিয়ে রাহুলের ভিডিও শেয়ার করেন। শোনা গিয়েছে মজদুর সিনেমার গান-হাম মেহনতকষ ইস দুনিয়ামে। যুব নেতা ভিডিওর ক্যাপশন দিয়েছেন, মানুষের নায়ক। রাহুলের এই সফর এবং কুলি মজদুরদের সঙ্গে কথা বলার আগে বেঙ্গালুরুতে একদল ডেলিভারি বয়ের সঙ্গে দেখা করেন তিনি। কথা বলার পর তাদের স্কুটারে চড়ে যান। কংগ্রেস সাংসদ দিল্লিতে আজাদপুর মাণ্ডিতে গিয়ে সেখানকার সবজি ব্যবসায়ী ও মজুরদের সঙ্গে দেখা করেন।

.

.

 

Most Popular