HomeNationalকেদারনাথের মন্দিরে বিজেপি সাংসদ বরুণ গান্ধীর সঙ্গে সাক্ষাৎ রাহুল গান্ধীর, কি কথা...

কেদারনাথের মন্দিরে বিজেপি সাংসদ বরুণ গান্ধীর সঙ্গে সাক্ষাৎ রাহুল গান্ধীর, কি কথা হল…

- Advertisement -

মহানগর ডেস্ক: ২০২৪ সালের মহাযুদ্ধ অর্থাৎ লোকসভা নির্বাচনের ঘণ্টা বেজে গিয়েছে। বিজেপিকে হটিয়ে   কেন্দ্রে  ক্ষমতায় আসতে মরিয়া কংগ্রেস। এই নিয়ে চলছে জোর কদমে প্রচার। তার মধ্যেই কেদারনাথে ঘটা ঘটনা গোটা রাজননৈতিক মহলের নজর কেড়েছে।  কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং তার ভাই বরুণ গান্ধীর সঙ্গে কেদারনাথ মন্দিরে একটি সংক্ষিপ্ত বৈঠক করেছেন।

গান্ধী পরিবাররে হলেও বরুণ গান্ধী উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ। মঙ্গলবার কেদারনাথ মন্দিরে রাহুল গান্ধী এবং তার ভাই বরুণ গান্ধীর একটি সংক্ষিপ্ত বৈঠক  হয়। মন্দিরে  যেখানে উভয়েই প্রার্থনা করতে গিয়েছিলেন, সূত্র জানিয়েছে। তবে দুই ভাইয়ের  মধ্যে বৈঠক নজরে এসেছে কারণ তাঁদের  জনসমক্ষে খুব কমই একসঙ্গে দেখা যায়। এই সাক্ষাৎ-এর পর বরুণ গান্ধীর রাজনৈতিক ভবিষ্যত নিয়ে জল্পনা শুরু হয়।

সঞ্জয় এবং মানেকা গান্ধীর পুত্র বরুণ গান্ধীকে সাম্প্রতিক মাসগুলিতে বিজেপির মূল বৈঠকে দেখা যায়নি এবং এখন বাতিল হওয়া কৃষি  আইনগুলি সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে তাঁর মন্তব্যগুলি নিজের দল বিজেপির অবস্থানের সঙ্গে  ভিন্ন ছিল।  সূত্র   জানিয়েছে যে দুই ভাই মন্দিরের বাইরে অল্প সময়ের  দেখা করেছিলেন এবং জানিয়েছেন যে বৈঠকটি “খুব সংক্ষিপ্ত” এবং “উষ্ণ একটি” বৈঠক ছিইথ রাহুল গান্ধী বরুণের মেয়ের সাথে দেখা করে “খুব খুশি” ছিলেন বলেই  জানা গিয়েছে।

Most Popular