Home National ভারত জোড়ো যাত্রার পরিবর্তে রাহুল গান্ধীর ‘কংগ্রেস জোড়ো যাত্রা’ করা উচিত, কটাক্ষ বিজেপি নেতার

ভারত জোড়ো যাত্রার পরিবর্তে রাহুল গান্ধীর ‘কংগ্রেস জোড়ো যাত্রা’ করা উচিত, কটাক্ষ বিজেপি নেতার

by Shreya Maji
0 views

মহানগর ডেস্ক: সামনেই রয়েছে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। যার মধ্যেই দুই রাজ্যে ক্ষমতায় রয়েছে কংগ্রেস। এই দুই রাজ্য থেকে কংগ্রেসকে সরিয়ে ক্ষমতা দখল নিতে চায় বিজেপি। এই নিয়েই শুরু হয়েছে লড়াই। ভোটের আগে বিজেপি দাবি করে যে কংগ্রেস বেশ কয়েকটি নির্বাচনী রাজ্যে অভ্যন্তরীণ বিবাদের সম্মুখীন হয়েছে। এই প্রসঙ্গেই বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা বুধবার বলেছেন, রাহুল গান্ধীর উচিত “ভারত জোড়ো যাত্রার পরিবর্তে কংগ্রেস যোগো যাত্রা” শুরু করা এবং এটি রাজস্থান থেকে শুরু করা উচিত।

ভোটমুখী রাজস্থানের কোটায় সাংবাদিকদের সঙ্গে বলার সময়, বিজেপির জাতীয় মুখপাত্র দাবি করেছেন যে কংগ্রেস শাসিত রাজস্থান, মধ্যপ্রদেশ এবং তেলেঙ্গানায় তার নেতাদের মধ্যে ফাটল নিয়ে কাজ কসাসি রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো যাত্রা নিয়ে কংগ্রেসকে কটাক্ষ করে পুনাওয়ালা বলেন, ভারতকে একত্রিত করার কাজটি করেছিলেন বল্লভভাই প্যাটেল। মুখ্যমন্ত্রীঅশোক গেহলট এবং তার প্রাক্তন ডেপুটি শচীন পাইলটের মধ্যে ক্ষমতার দ্বন্দ্বের কথা উল্লেখ করে তিনি বলেছেন, “তাদের ভারত জোড়ো যাত্রার পরিবর্তে কংগ্রেস জোড়ো যাত্রা করা উচিত এবং রাহুল জিকে রাজস্থান থেকে শুরু করা উচিত।”

পুনাওয়াল্লা সম্প্রতি উদ্বোধন হওয়া কোটায় চম্বল রিভারফ্রন্ট নির্মাণে দুর্নীতির অভিযোগও করেছেন। বিজেপি নেতা বলেছিলেন যে তিনি যখন এখানে পৌঁছেছিলেন, লোকেরা তাকে বলেছিল যে “কোটাতে কংগ্রেসের  দুর্নীতি আছে”। জানিয়ে রাখা ভাল, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং মিজোরামের বিধানসভা নির্বাচন আগামী মাসে  হবে। ফলপ্রকাশ হবে ৩ ডিসেম্বর।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved